![]() ঠাকুরগাঁওয়ে জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
কামরুল হাসান, ঠাকুরগাঁও:
|
![]() শনিবার (২৫ নভেম্বর) সকালে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরের জাতির পিতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এ সময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাহফুজ কবিরসহ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী ও সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। সকাল ১০টায় এ উপলক্ষে ‘ আনন্দ শোভাযাত্রায়’ জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর, ক্রীড়া সংগঠক ও খ্যাতিমান ক্রীড়াবিদ, সাংস্কৃতিককর্মী ও সংগঠক, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, এনজিও, স্কাউটস ও রোভারের সদস্যরা অংশ নেবেন। |