![]() ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে দেওয়া হল অদম্য কিশোরী ফুটবলারদের সংবর্ধনা
কামরুল হাসান, ঠাকুরগাঁও:
|
![]() ১২ নভেম্বর (রবিবার) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ফেরার সময় মেয়েরা ভেবেছিল তাদের এই অর্জনের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে নামতেই অনেকে হয়তো তাদের শুভেচ্ছা জানাবে, রিসিভ করতে আসবে ষ্টেশনে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেদিন রিসিভ করতে কিংবা শুভেচ্ছা জানাতে আসেনি ডিএসএ কিংবা প্রশাসনের কোন কর্তাব্যক্তি সহ রাজনৌতীক সুধিজন। সেদিনের ঘটনা বর্ণনা করা রাঙ্গাটুঙ্গী দলের এক সদস্যের হৃদয়স্পর্শী সাক্ষাতকার কাঁদিয়েছিল পুরো দেশকে। 'দরিদ্র পরিবারের এসব প্রমীলা ফুটবলার দেশব্যাপি যে নবজাগরণের সূত্রপাত ঘটিয়েছে, তাদের কেন এই অবমূল্যায়ন ? প্রশ্নের উত্তর খুঁজে ফিরছিল জেলার সবাই। পরে অবশ্য জেলা ক্রীড়া সংস্থ্যা সহ অনেকেই নিজেদের ভুল স্বীকার করে।তারই ধারাবাহিগতায় বিশাল আয়োজন করে এই ক্ষুদে প্রমিলা ফুটবলারদের সংবর্ধনা দেয়ার ঘোষণা দেয় জেলা ক্রীড়া সংস্থ্যা সহ জেলা প্রশাসন ও রাজনৌতিক ব্যক্তি বর্গ। অবশেষে আজ ২৫ নভেম্বর (শনিবার) ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল ২০১৭ এর রানার আপ ঠাকুরগাঁও জেলাকে প্রতিনিধিত্বকারী জেলার রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গীর অদম্য ফুটবল কিশোরীদের সংবর্ধনা অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, জেলা ফুটবল এসোসিয়েশন, জেলা ক্রীড়া সংস্থা ও ঠাকুরগাঁও প্রেসক্লাব। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুল আওয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ অধ্যাপক মো. ইয়াসিন আলী, সংরক্ষিত মহিলা আসনের (৩০১) সাংসদ সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, , সিভিল সার্জন আবু মো. খয়রুল কবির, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক সদর উপজেলা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিয়া প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে একটি প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করে রাঙ্গাটুঙ্গী ফুটবল দল এবং ঠাকুরগাঁও কিশোরী ফুটবল একাদশ। খেলায় রাঙ্গাটুঙ্গী দল ঠাকুরগাঁও কিশোরী একাদশকে ২-০ গোলে পরাজিত করে। গোল করেন রাঙ্গাটুঙ্গী দলের অধিনায়ক হার্না, ফরোয়ার্ড কল্পনা। পরে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল ২০১৭ এর রানার আপ ঠাকুরগাঁও জেলাকে প্রতিনিধিত্বকারী ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গী ফুটবল দলকে ঠাকুরগাঁও জেলার পক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন, জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত প্রীতি ফুটবল খেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দর্শক সারিতে নারী ও কিশোরীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। |