![]() ঠাকুরগাঁও পুলিশ লাইনে ব্যান্ট মাষ্টারের ঝুলন্ত লাশ উদ্ধার
কামরুল হাসান, ঠাকুরগাঁও:
|
![]() নিহত নজলার রহমান এএসআই হিসেবে ও ঠাকুরগাঁওয়ের পুলিশের ব্যন্ট মাস্টারের দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ লাইনের ব্যারাকে একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা তদন্ত করছি পরে বিস্তারিত জানানো হবে।এ রিপোট লিখা পযন্ত নিহতের সূরত হাল রিপোর্ট চলছিল। আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যল আফিসার সুব্রত কুমার সেন জানায় আমরা নজলার এর মৃত্য দেহ পেয়েছি ময়না তদন্ত হলে আরো বিস্তারিত জানা যাবে। |