![]() ঠাকুরগাঁয়ে নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা আ: মান্নানের বাসায় কেন্দ্রীয় সভাপতি আবু কাওসার
কামরুল হাসান, ঠাকুরগাঁও:
|
![]() মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় স্বেচ্ছাসেবক লীগ সহ জেলা ও থানার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি নিহত আব্দুল মান্নানের বাসায় যান তিনি। এ সময় তিনি মান্নানের পরিবারের সদস্যদের সাথে আলাপকালে মান্নানের অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং মান্নানের পরিবারকে সংগঠনের পক্ষ থেকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ মো. এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু সহ নিহত আব্দুল মান্নানের পরিবারের সদস্যবৃন্দ। উল্লেখ্য, ১১ জুলাই রাতে দুর্বৃত্তদের হাতে নির্মম ভাবে খুন হন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান। |