![]() রানীশংকৈল -হরিপুর মহাসড়কের যাত্রী ছাউনি প্রায় বিলুপ্তির পথে
কামরুল হাসান, ঠাকুরগাঁও:
|
![]() অহেতুক যাত্রী ছাউনি দখল করে আছে যা নাগরিকদের ভোগান্তিতে পরতে হচেছ প্রতিনিয়ত । রানীশংকৈল ও হরিপুর উপজেলাবাসীর ানেকেই বলছেন-অবৈধ দখল আর অব্যবহারযোগ্য যাত্রী ছাউনি ভেঙ্গে পরিকল্পিতভাবে নতুন করে নির্মাণ করলে উপকৃত হবে এলাকার সাধারণ লোকজন। যাত্রীদের সুবিধার্থে ৮০’র দশকে নির্মিত এসব ছাউনিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বরং মাদকসেবী ও ছিন্তাইকারিদের এক ধরনের আড্ডাখানা তৈরি হয়ে আছে। উপজেলার বটতলীছাউনি,চোরঙ্গীবাজার ছাউনি,কামারপুকুর ছাউনি সরেজমিনে দেখা গেছে, যাত্রী ছাউনীতে ব্রবহার হচ্ছে নানা প্রকার পণ্য সামগ্রীর দোকান । আবার কোনো ছাউনির পুরোটাই দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। বর্তমানে ৩টি যাত্রী ছাউনি বেহাল দশায় রয়েছে।অপর দিকে রানীশংকৈলের শিবদীঘি যাত্রী ছাউনীর একই অবস্থা দেখা যায়। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, আমরা মনে করি সরকারের অর্থ সঠিকভাবে কাজে লাগানো প্রয়োজন। হরিপুর –রানীশংকৈলের যাত্রী ছাউনিগুলো অকার্যকর হয়ে গেছে । বর্তমান পরিস্থিতে সবগুলো যাত্রী ছাউনির মেরামত প্রয়োজন । তবে স্থানীয় লোকজন ছাউনিগুলোর পূনরায় সংস্কারের জোড় দাবি জানান । |