![]() যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা আহত ও তার স্ত্রী নিহত
প্রভাষ দলপতি, বেনাপোল:
|
![]() নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্যকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আব্দুর রশিদ নামের ওই পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত বলে জানা গেছে। আহতের চাচাতো ভাই আব্দুর রহিম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আব্দুর রশিদ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে স্ত্রী সেলিনা বেগমকে নিয়ে যশোর যান। ২টার দিকে শহরতলীর মুড়লির মোড়ে একটি বাসকে পাশ কাটাতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা সেলিনা নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন আব্দুর রশিদ। খবর পেয়ে পরিবারের লোকজন আব্দুর রশিদকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আবুল বাশার বলেন, যতদূর শুনেছি আহত আব্দুর রশিদ খুলনা মেট্রোপলিটন পুলিশের এএসআই। এ দুর্ঘটনার ফলে যশোর-খুলনা সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিলে যান চলাচল শুরু হয়। |