
আটটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে সাজানো শিশুতোষ গল্পের বই ‘বইকাটা’। লেখক তৌহিদ এলাহী যিনি ঢাকা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত, ‘বইকাটা’ তার প্রথম শিশুতোষ গল্পের বই। বইটি প্রকাশ করেছে বইমেলার সোহরাওয়ার্দি উদ্যান শিশু সাহিত্য চত্বরের ৫৩১নং স্টল ইকরিমিকরি প্রকাশনী।
গত ১১ই ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উম্মোচন মঞ্চে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বইটির মোড়ক উম্মোচন করলেন জেলা প্রশাসক ঢাকা জনাব মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেছেন অনুজীব বিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ মোঃ মনজুরুল করিম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত জেলাপ্রশাসক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ মুজিবর রহমান, সরকারের উপসচিব মিজ সুলতানা ইয়াসমিন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মিজ ফৌজিয়া রহমান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার অধ্যাপক কামরুল আহসান সুজন।

তৌহিদ এলাহী জানান, বইটি মূলত শিশুদের জন্য লেখা হয়েছে। বাচ্চাদের বই পড়ার প্রতি উৎসাহ বাড়াতে, বইটি দৃষ্টিনন্দন ও আকর্ষনীয় করতে আছে বেশ কিছু দৃষ্টিনন্দন ছবি রয়েছে। গল্পগুলো বিভিন্ন সময়ে কালের কন্ঠ পত্রিকার শিশুদের টিন টিন টুন টুন পাতায় প্রকাশিত হয়েছে। সায়েন্স ফিকশন, এডভেঞ্চার, নৈতিক, ভৌতিক ইত্যাদি নানা স্বাদের ও হাস্যরসে পরিপূর্ণ গল্পগুলো উপস্থাপন করা হয়েছে কিছুটা ভিন্ন আঙ্গিকে। বইটি মূলত শিশুদের জন্য হলেও বেশ কিছু গল্প হতে বড়রাও বাড়তি স্বাদ পেতে পারেন। কিছু কিছু গল্পের অর্থগত দ্বৈততা বড়দের জন্য রুপকতা আর ছোটদের জন্য সরাসরি হাস্যরসের সৃষ্টি করা হয়েছে। বেশকিছু গল্প বেশ শিক্ষামূলক। এছাড়াও কিছু গল্প ছোট ছোট পাঠকদের সার্কাজমের প্রথম পাঠ দেবে। আর গল্পের সঙ্গে পাতায় পাতায় আছে মজার মজার ছবি। ছবিগুলো একেছেন নাজমুল আলম মাসুম।

ছাত্রজীবনেই তৌহিদ এলাহীর লেখালেখির হাতেখড়ি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে। ফিচার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন দৈনিক কালের কন্ঠে। এছাড়াও কাজ করেছেন দৈনিক সমকাল ও সাপ্তাহিক ডিজিটাল সময়ে। বিভিন্ন সমসাময়িক আর্থ সামাজিক বিষয় নিয়ে নিয়মিত কলাম লিখেন প্রথম আলো, কালের কন্ঠসহ বিভিন্ন জনপ্রিয় পত্রপত্রিকা ও অনলাইন মাধ্যমে।
বাস্তবতার নিরিখে গভীর জীবনবোধ ও সহজাত হিউমার তার লিখার মূলশক্তি। সৃজনশীল লেখালেখির অংশ হিসেবে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ছোটদের গল্পগুলোর মাধ্যমে তৌহিদ এলাহী ইতোমধ্যেই একজন প্রতিশ্রুতিশীল সুসাহিত্যিকের আগমনী বার্তা প্রদান করেছেন।
তৌহিদ এলাহীর জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোরখালী গ্রামে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিষয়ে। ফিন্যান্স এ এমবিএ সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে। তিনি ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারে ২০১৫ সালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, স্ত্রী তাছলিমা লাকি।