/ সারাদেশ / বাংলাদেশকে স্বপ্নদোষের নাপাক স্থান বললেন প্রচেষ্টা টিটু
বাংলাদেশকে স্বপ্নদোষের নাপাক স্থান বললেন প্রচেষ্টা টিটু
ডেস্ক নিউজ :
|
মাগুরা মহম্মদপুরের, প্রচেষ্টা টিটু নামের একটি ফেসবুক আইডির থেকে ১১ই মার্চ সময় সন্ধ্যা ৭:২৪ মিনিটে বাংলাদেশকে স্বপ্নদোষের নাপাক স্থান লিখে একটি পোষ্ট করা হয় ফেসবুক পেইজের মাধ্যমে। দেশদ্রোহী এমন স্টাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজ বুকে আলোচনা –সমালোচনার ঝড় বইয়ে যেতে থাকে।
এছাড়া স্টাটাসটি ছিল“ আমিতো অশিক্ষিত মুরুক্ষ,স্বপ্নহীন স্বপ্নচারী দু-চক্ষু! ছবিতে দৃশ্যমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রায়ের কপির কফিন! নিন্মকোর্টে গোসল,কালাকোটে কাফন,পেটিকোটে জানাজা শেষে হাইকোর্টে দাফনের জন্য নেয়া হচ্ছে। দীর্ঘ্য পথ পরিক্রম করে,দীর্ঘ্য যানযটে আটকা পড়ে অবশেষে তা কবরাস্থানে পৌছালো। কাল কফিনের মুখ খোলা হবে,আতরের গন্ধ নাকি মরা লাশের গন্ধ বের হবে,কালকেই তা বোঝা যাবে। ইহা নয় নব্যপ্রেমের বন্ধু হিন্দুস্থান কিংবা ছেঁটে ফেলা হারামী পাকিস্থান। ইহা আমার স্বাধীন বাংলা, স্বপ্নদোষের নাপাক স্থান! ” এমন স্টাটাস দেখার পর তার আইডি খুজে এমন দেশদ্রোহী স্টাটাসের গোপন রহস্য খুজে দেখা গেল তিনি মাগুরা মহম্মদপুরের একজন মানুষ । তিনি “প্রচেষ্টা টিটু” যার সঠিক নাম মনিরুল ইসলাম (টিটু) তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মরহুম ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের ছেলে এবং বিএনপির একজন কর্মী ও একজন ইঞ্জিনিয়র। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু নিতাই রায় চৌধুরীর একজন কাছের লোক। তার আইডিতে সব সময় তিনি নির্দিধায় সরকার বিরোধী ও দেশদ্রোহীমুলক স্টাটাস দিয়ে থাকেন। “প্রচেষ্টা টিটু” বাংলাদেশের একজন জন্মসুত্রে নাগরিক এবং বসবাস করেও তিনি বাংলাদেশকে স্বপ্নদোষের নাপাক স্থান বলায় সচেতন মহলে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যেতে দেখা যায়। বাংলাদেশ সরকারের নিকট এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করে এমন দেশদ্রোহী লোকের বিচারের দাবি করেন সচেতন মহল। |