![]() কবিতা
ব্যথিতর
মোঃ মুসা:
|
![]() বেলুন উড়িয়ে কেউ যাচ্ছে পায় হেঁটে বৈশাখকে ছোঁয়ার ইচ্ছে আমার, আমিও যাচ্ছি ছুটে তালে সবার, পেছন থেকে জীবনচক্র চৈত্রের ক্ষরায় আমাকে ক্লান্ত করে ফেলেছে, হুছোট করা টানে সুতোয় থামিয়ে আমাকে। হাঁটু দুটো গুজরে ভার চাপ কেলিয়ছে। ছুটে যাইনি আর মেলায়, জীবন জর্জায়িত নীল লাল খেলায়। চা আড্ডার চেনা অচেনার গাম্ভীর্যে বসে, জীবন স্রোতের সুখ দুঃখের অংক কষে। পাড় হয়ে গেছে মেলার সময়, আজ বৈশাখো ছাড়াতে-পারেনি মসৃণ অবেলায়। একদার ভারাক্রান্ত মুখ গুচের রাখার বসে হেলানে টেবিলটায় খাচ্ছি জল। ফেরে আসা মেলার রেখাপাতি লোক, বছর বারন্তির মুর্ছনার ব্যথিতর শোক। হুট করে মিশে গেলাম তথা যাওয়ার দলে, আমিও গেছি মেলায় । |