/ রাজনীতি / ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি পদে আলোচনার শীর্ষে মহিউদ্দিন আহম্মেদ
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি পদে আলোচনার শীর্ষে মহিউদ্দিন আহম্মেদ
মোঃ তাজিরুল ইসলাম তৌকির, ঢাকা:
|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ ও ১২ ই মে। কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন হলেও নতুন নেতৃত্ব প্রদান করা হয়নি এখনো।
সম্মেলনকে ঘিরে সকল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা। সাবেক ছাত্রলীগের নেতারা বলছেন ত্যাগী ও পরিশ্রমী কর্মীরাই আগামীর কমিটিতে স্থান পাবে। উত্তর শাখায় মোট ১০৭ জন সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। তবে সভাপতি পদে এগিয়ে আছেন যারা- সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মেহেদী আলম তম, সহ-সভাপতি ইসমাইল হোসেন তপু, সহ-সভাপতি জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফসারা নাদিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক সম্রাট, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী অন্তু, সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, তেজগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোঃহেলাল উদ্দিন রাজু অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এগিয়ে আছেন যারা- সহ-সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাহবুব আলম সুমন, সহ-সভাপতি মিলন মুন্না, সহ-সভাপতি আলী রাজ, সহ-সভাপতি আরিদুল ইসলাম, সহ-সভাপতি নিলয়েন বাপ্পী, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার মোহাম্মাদ সুজাউদ্দীন তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ। আগামী একাদশতম জাতীয় নির্বাচনে যাতে নতুন কমিটির নেতারা বিশেষ ভূমিকা পালন করতে পারে। সেদিকে লক্ষ রেখেই কমিটি গঠিত হবে বলে একাধিক সূত্র জানান। এক্ষেত্রে সদ্য সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদকেই যোগ্য হিসাবে বিবেচনা করছেন অনেকেই। তিনি গত প্রায় তিন বছর ব্যাপক স্বচ্ছতার সাথেই নেতৃত্ব প্রদান করেছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তরের প্রায় সকল কলেজ, থানা ওয়ার্ডে নতুন নেতৃত্ব তৈরী করেছেন। তাই আগামী নির্বাচনে তিনি বিশেষ অবদান রাখতে পারবেন বলে সকলেই মনে করছে। |