![]() কবিতা
মা,
মোহাম্মদ মুসা:
|
যতদূর যাই ছুটি ফিরে আসি
শৈশব কালের সকল ক্ষেত্র প্রয়োজনে বানিয়েছি তোমারে মোদের দাসি। মুখ ফুটে বলিনি মা, মা তোমাকে অনেক ভালোবাসি। সময় অসময় করেছি জালাতন, একটিবার ফেরে ভাবেনি মনে মাযে মোদের কতখানি আপন, একমাত্র তিনি আছেন যাঁর কেউবা তিনি অতুলনীয় মানুষ এই ত্রিভুবন। জনম দুঃখ মায়ের মুখখানা , কখনো ভাবেননি বিষম যন্ত্রণার জড়া সন্তান লাগি সারাক্ষণ থাকেন বসে অসুখের রাতে জেগে দেন সে পাহারা। মায়ের ভালবাসা খোদার পরে এই জগত সংসার তরে মায়ের দরজা রাখে খোলা চিরতর, অনেক রাগনিত্ন মা যদিবা , একবার ডাকি ব্যাথার অহুসারে অচিরে আসবে ছুটে কাছের অনুচর। স্বর্গে আবাস পাই মায়ের পাশে তাহারে দেখিলে সকল দুঃখ মুছে মায়ের পদতলে বেহেস্ত নসীব জানি এই জগতে এমন পাব নাযে মা তো শুধু মা যেন তিনি দেবতা, সন্তানের অপেক্ষকে লাগি সর্বত্র উদগ্রীব। |