![]() কবিতা
নারী
ফারহানা আইরিন:
|
![]() এই হচ্ছে নারী ভুলানোর মন্ত্র। নদীতো আকাশের জন্য, ঝর্না প্রকৃতির আর ফুলতো ভ্রমরের । তাহলে ইনিয়ে বিনিয়ে সে একই কথা! নারী হচ্ছে পুরুষের । হায়রে পুরুষ! মিছিলে,মঞ্চে আর সভায় হাত নেড়ে চাও নারীর অধিকার। অথচ তোমরাই নারী দেহের আনাচ-কানাচের সৌন্দর্যের বিবরন লিখো তোমাদের কাব্যে,কবিতায় ও গল্পে। দোহায় তোমাদের, নারীকে নদী,ঝর্না আর ফুলের মত শুধুই নিম্নগামী করোনা । ঊধর্ধগামী করো, পাহাড়,অগ্নি কিংবা আকাশের মত। |