![]() কবিতা
জ্যামটা বাড়ুক
মোঃ ফয়সাল নান্টু:
|
![]() বিচিত্র এক প্রেমে, ডেটিং করার জায়গা খুঁজে এই শহরের জ্যামে। সকাল-সন্ধা সিগন্যালে যান যায় যেখানে থেমে, ঘুরে বেড়ায় বাংলামোটর পুরান ঢাকার জ্যামে। মগবাজারের বিশাল জ্যামে কেউ রাখেনা হুশ, জ্যামের মাত্রা বাড়িয়ে দিতে ট্রাফিককে দেয় ঘুষ। এই শহরে মানুষ বাড়ুক রিক্সা মোটর বেবি, তাদের দাবী জ্যামটা বাড়ুক প্রেমটা জমুক হেভী। |