![]() কবিতা
কথা ছিলনা ছিল অভিমান
মোহাম্মদ মুসা:
|
আমি যাকে ভাসি ভালো কোন সে পথিক ডাকে,
তাহলে আমার হৃদয় ভরে রাখব' আমি কাকে । কতো কুলে মুখটি হেসে কাঁধে নিলো ভর, তাদের পেয়ে চোখটি লুকে হৃদয় -থরো থর। দেখতে তারা অনেক চমকে রঙিন ফোঁটা ফুল, কি যেন নাই তাদের মাঝে ছেলে মানুষি আকুল। সবই আছে নয়ন জুড়ে চাঁদ ঝলকের কুল, আমি যে নেই মাঝে তাঁদের এটাই আমার ভুল। কেমন করে থাকি আমি কেমন করে যায়, তোমায় নিয়ে ভাবতে গিয়ে বুকটা ব্যথা পায়। আমি কি আর সুখ বিলাসি অন্য সুরে সুর, আসছি ছেড়ে অচিন পুরে থেকে আমি দুর। চোখটির কোনে রাখি খবর আসবা যদি ফিরে, তাতে আমি তোমার হবো অভিমান টুকু ছিরে। |