![]() ছড়া-কবিতা
আজিম উল্যাহ হানিফের ৯টি ছড়া-কবিতা
আজিম উল্যাহ হানিফ:
|
![]() গভীর রজনীতে প্রিয়ার মুখ আমার মুখের কাছে আসে জলসা মুভি নায়ক নায়িকার বেসে চলতে থাকে নগ্নতার ভরাডুবি... বিদ্যুৎ নাই সন্ধ্যা থেকে কয়েকবার উঠলাম মোবাইল ধরতে চার্জ নেই-চালাতে চাই ফেসবুক খুলতে। খুললেই বিদ্যুৎ যায় আবার আসে একি এক যন্ত্রণা! এমন কেন গো কে দিবে মোর স্বান্তনা। এমন দেশ এমন সময় চাই নি তো কখনো বিদ্যুৎ যায় ভাল কথা, আসে কেন বলনা? ধার কিছু টাকা দাও ধার দিয়ে দিব এই তো কয়েকদিন পর! ক্রাইসিস আর বেকারে পড়েছিযে উঠতে পারছি না রে- আমি তো ঋন হয়ে গেলাম, তাইতো তোমার কাছে ধার চাইলাম। আমি সুস্থ হয়ে যুদ্ধে যাবো আজিম উল্যাহ হানিফ আমি সুস্থ হয়ে আবার যুদ্ধে যাবো মানবতার মুক্তি পেতে কঠোর হবো আমি বিবেকের কাছে সচ্ছ হবো সত্যের কাছে বীর রবো আমি জালিমের বিরুদ্ধে কথা বলবো ন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবো আমি ন্যায়ের পথ খুুঁজে নেবো সবাইকে এক করবো। আমি একেলা বালিকা প্রতিটি সময় তোমার কথা ভাবি কখনি আসবা তুমি জড়িয়ে ধরবো আমি দীর্ঘ প্রহর শেষে কোন এক রাতের বেলা বালিকা তুমি চলে এসো একদম একেলা... আমার রুমে ফ্যান নেই... আজিম উল্যাহ হানিফ রুমে আমার ফ্যান নেই ফ্যান ছাড়াই থাকি, কষ্টে গড়া জীবন আমার তবুও পজেটিভ স্বপ্ন দেখি। কত মেস আর রুম পরিবর্তন করতে হলো, মন্দ কপাল এখনো গ্রীষ্মকালে ফ্যানের মালিক হতে পারিনি- কত কষ্ট গরমের মধ্যে থাকা হাত ফাঁকা আর কাগজের বিছিন চালিয়ে কতক্ষণ যায় থাকা তবুও কারো প্রতি নেই রাগ অভিমান ক্ষোভ তকদ্বীরে এমন ছিল হয়তো এটাই... দাবী একটাই আমরা যদি সকলে রাস্তার মাঝখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যাই, দাবীগুলো পূরণ হবে শতভাগ একটুও সন্দেহ নাই! প্রিয়াকে মনে পড়ে প্রিয়াকে মোর মনে পড়ে আজ গভীর বেদনায় প্রতিদিন দেখি একটু প্রহর না দেখার মোহনায় আক্ষেপ কষ্ট আর গেল না হতাশায়! একা আছি একা একা আছি অনেক দিন ধরে, অন্তত কেউ নেই যে পাশে বসে গল্প করে! |