![]() কবিতা
সুখের পরাজয়
শামীমা সুলতানা:
|
![]() শামীমা সুলতানা গৃহে আজ কষ্টেরা করছে বসবাস আগমনে হলো সুখের সর্বনাশ। তোমার দখলে হৃদয় আজ মরুভূমি শেষ সুখটুকুও কেড়ে নিলে তুমি ! সুখ... তুমি কি আর হবেনা আমার? কেন এতো অভিমান তোমার ? কি দোষ করেছিলাম আমি যার জন্য বহু দূরে তুমি ? সুখ বলে... যখন ছিলাম তোমার অন্তরে খেয়াল করনি ছিলাম অনাহারে, অবহেলা অযতেœ আজ আমি দূরে। হিসেব কষে পাপ পুণ্যের খাতা বুঝেছো তখন আমার শূন্যতা ! কষ্ট বলে... শক্ত দেয়ালে আবদ্ধ তুমি হে নরাধম! তোমার অর্জনে আজ তুমিই যখম। সময়ের কাজ সময়ে করনি অহংকারে মাটিতে পা রাখোনি। কেন এতো হতাশা তোমার মনে ? সুখ আজ পরাজিত কষ্টের কারনে। বিন্দু সময় নেই যে আর এখনি যেতে হবে যে তোমার। |