![]() রূপেরমোহ
এ.বি. সানোয়ার হোসেন:
|
![]() এ.বি. সানোয়ার হোসেন রূপকার আঁকা তোমার ছবি হৃদয়ের ক্যানভাসে। শিল্পীও তাঁর হারিয়েছে ভাষা বিদিশার নেশায় ভেসে। চাঁদের শোভাও মলিন যে আজ তোমার রূপের পড়ে। রংধনু আজ বর্ণবিহীন তোমার নয়ন কাজল তলে। মেঘমালা আজ মুখ চুকেছে তোমার কেশের রংয়ে। তুষার পাহাড় থমকে গেছে তোমার চোখের জলে। মোহনবাঁশি বেসুরে আজ তোমার শাখার সুরে। কোকিলগুলো বিলীন প্রায় তোমার কন্ঠ নীরে। তারাগুলো ধূসর তিমির আজ তোমার অঙ্গ মলিন বেসে। দারুচিনি দ্বীপ ভঙ্গুর আজ তোমার উজার বক্ষ দেশে। পদ্মগুলো মুখ ভেংচে নেয় তোমার হাসির ছলে। ফুলগুলো অঘ্রাত আজ তোমার অঙ্গ সুরভী শনে। সূর্যতাপ মৃদু যে আজ তোমার উষ্ণ কোমল রাগে। নীল আসমান ছেয়ে গেছে আজ তোমার দেহ রঙ্গিন ভাগে। বৃষ্টিধারা ছন্দ হারা আজ তোমার নূপুরধ্বনির গানে। বাগিচার গোলাপ পাপড়ি হারা তোমার ঠোঁটের ঢালে। দিগন্ত আজ সীমায় বাঁধা তোমার চাহনির পানে। শরৎ মেঘ আজ ভেসে গেছে তোমার অপরূপ সাজে। লক্ষ তারার মাঝেও তুমি আমার সর্ব চেনা মুখ। তোমার আলোয় মিশে আছে মহাকালের সুখ। |