![]() কবিতা
লাশ নিবে লাশ
সাইদুর রহমান:
|
![]() লাশ লাগবে? সড়কের লাশ! কোমলমতী শিক্ষার্থীর তরতাজা লাশ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের হস্ত বিছিন্ন লাশ। কোন ধরনের লাশ চাও ভাই? মস্তক বিহীন বিবস্র তরুণীর লাশ? সহপরিবারে পাঁচ জন নিহতের সাথে পানিতে পঁচে থাকা ছাত্রের ভয়ংকর লাশ? নগদে, বাকীতে দরদাম করার অবকাশ নাই, অট্রহাসী অথবা মিষ্টিহাসীতেই কিনতে পাবেন যখন তখন ভাই। ডাক্তাদের গবেষণার জন্য লাশ দিতে বাধ্য না কিন্তু মন্ত্রীর হাসীর খোরাক হিসাবে নিজ সন্তানকে সড়কে পুঁজো দিতে অবাধ্যতা দেখাবো না। কাঁদো সন্তান হারা বাবা/ মা, আত্বীয়স্বজন, কাঁদো জাতি, চৌদ্দ গোষ্ঠী, আমি মন্ত্রীকে করিব তুষ্টি । আমি বেহায়া বেশরম, নাই লজ্জার ধরন লজ্জার পক্ষে যায় না আমার দেহের গড়ন। |