![]() কবিতা
শেখ মুজিবুর রহমান
- মোহাম্মদ মুসা
|
![]() কৃষকের মাঠ ফোটছে ফসলে হাসি, বাগানে বাগানে মাটিতে ফসলে মাঠ ধান পাট ফুলে ফলে রাশি রাশি। তোমার হাসিতে এসেছে মোদের স্বাধীনতা বুক হাসি ভরা আছে গান, আমরা রাখব জাতির পিতাকে চির চেনা পথে সদরে সচরে মান। ভোরের পাখির সুরের ডাকেত মুক্ত পাখির ডানার ভরেতে উড়া, মুজিব তোমার বাংলা আজই করে গেছে জয় আকাশ পাহাড় চূড়া। অবুঝ শিশুর হাসির মাঝেও তোমার সপ্ন অধীর পলকে ভাসে, কৃষক শ্রমিক জেলেরা মাঝিরা গেঁথে রাখে কথা নদী বন মাঠ পাশে। পনেরো আগস্ট কাল রাত যারা বাংলায় এনেছে বুকেতে চাবুক ছোড়া, তারা কি ভেবেছে ডুবে যাবে জাতি মুক্তিরপন বঙ্গ বন্ধুর গোড়া, সত্যর নাইতো মৃত্যু কখনো ডুবে থাকে যার মাটির তলোর দেশে, খনিজ কয়লা সোনা রূপা হীরা থাকুক যতোই নিচেতে ডুবিয়ে বেশে। সোনার গহনা করে চকচক জগতে নতুন দামে কামে নামে ভাসে, বঙ্গবন্ধুর মোদের কাছেই সোনার হীরার মতো বার বার আসে। তোমার হাসিতে স্বাধীনতা ফুল বনের কুসুমে পরতে পরতে ফোটে, তোমার খুশিতে দেশের ডাকেতে খুকি সোনা তার মুক্তির মনে ছোটে। |