![]() কবিতা
অঞ্জলি
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী
|
![]() মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী তুমি কি আজও আছো সেই আগের ই মতো, আমি তো সেই আগের নই বদলে গেছি অনেক, অঞ্জলি যা তুমি কখনো কল্পনাও করো নি, আমার বদলে যাওয়াটা তোমার বুকের বাম পাশে ব্যথার কারন হলেও, আমাকে বদলে যেতে বাধ্য করেছো আমায়। অঞ্জলি, মনে করে দেখো একসময় তোমাকে দেখার জন্য পাগল হয়ে যেতাম, অঞ্জলি, আর আজ সেই আমি তোমার দুচোখের অন্তরালে , অঞ্জলি, সেই রাতে কথা মনে আছে পূর্ণিমার রাত্রিতে দুজন হারিয়ে গিয়েছিলাম, জোনাকি পোকা গুলো উড়ছিল, আমার কোলে মাথা রেখে বলতে, ও প্রিয় কখনো যাব না ভূলে সৃতি মাখা জোছনার আলো, অঞ্জলি, আমি তখন যেমন ছিলাম আদর আর ভালবাসা দিয়েছিলাম, তা পরম সৃষ্টিকর্তার দেয়া মন থেকে দিয়েছিলাম। অঞ্জলি, আজ ভাবছো কেমন করে বদলে গেলাম সেই আমি জেনে নিও অঞ্জলি, আজ অনেক দূরে তোমার কল্পনার জগতেরও কাছে নেই....... অঞ্জলি অসমাপ্ত........ |