![]() কবিতা
জল______
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী
|
![]() মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী _____________________________ তুমি জানো জল তোমায় কত ভালবাসি? মৌমাছি যেমন করে ভালবাসে ফুল, জল,, কত ভালবাসি তোমায় জানো কি তুমি? যত ভালবাসা আছে রাতের সাথে দিনের, জল,,, ভালবাসি তোমায় কত জানো কি তুমি? যত ভালবাসা আছে চন্দ্রের সাথে সূর্যের, জল,,,, ভালবাসি কত তোমায় জানো কি তুমি? যত ভালবাসা আছে রোদের সাথে খেলা করা বৃষ্টির, জল,,,,, ভালবাসি কত তোমায় জানো কি তুমি? যতটা না ভালবাসা ছিল মমতাজের জন্য বাদশা শাহজাহানের, জল,,,,,, কত ভালবাসি তোমায় জানো কি তুমি? যত না ভালবাসা ছিল শিরির জন্য ফরহাদের, জল,,,,,,, কত ভালবাসি তোমায় জানো কি তুমি? যত না ভালবাসা ছিল রজকীনির জন্য চন্ডীদাসের, জল,,,,,,,, কত ভালবাসি তোমায় জানো কি তুমি? যতটা না ভালবাসা ছিল লাইলির জন্য মজনুর, জল,,,,,,,,, কত ভালবাসি তোমায় জানো কি তুমি? যতটা না ভালবেসে ছিল জুলিয়েটকে তার রুমীও, জল,,,,,,,,,, তারচেয়ে বেশি ভালবাসা তোমার জন্য জন্মেছে, আকাশে যতটা মেঘ জমে আছে আমার ভালবাসা তারচেয়েও যে বেশি।। |