/ ত্রিপুরা / দুর্গোৎসবের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ করতে হবে: মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
দুর্গোৎসবের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ করতে হবে: মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
প্রসেনজিৎ দাস, ভারতের প্রতিনিধি:
|
দুর্গোৎসবের মাধ্যমে রাজ্যের গ্রাম শহরে সর্বত্র একটি বার্তা পৌঁছে দিতে হবে। তা হল অশুভ শক্তির বিনাশ করতে হবে। রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে এই দিশাই দেখতে হবে। আজ উদয়পুরে জুয়েল ক্লাবের দশভুজা দেবীর মণ্ডপ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন। মুখ্যমন্ত্রী অশুভ শক্তির বিনাশ করে সন্ত্রাস মুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, নারী নির্যাতন মুক্ত ত্রিপুরা ও বৈভব শালী ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানান। তাছাড়াও মুখ্যমন্ত্রী এদিন উদয়পুরের আরও বিভিন্ন পূজা মণ্ডপের উদ্বোধন করেন।
|