/ ত্রিপুরা / চেন্নাইয়ের চিকিৎসকদের ত্রিপুরায় আনার চেষ্টা চলছে : সুদীপ
চেন্নাইয়ের চিকিৎসকদের ত্রিপুরায় আনার চেষ্টা চলছে : সুদীপ
প্রসেনজিৎ দাস, ভারত:
|
মাস ছয়েকের মধ্যেই পিপিপি মডেলে আইজিএমের নবনির্মিত বহুতলে সুপার স্পেশালিটি ব্লক খুলতে চলেছে৷ চেন্নাইস্থিত একটি হাসপাতাল এই সুপার স্পেশালিটি ব্লকের দায়িত্ব নিচ্ছে৷ শনিবার এজিএমসি’র কেএলএস অডিটরিয়ামে সার্র্জনদের এসোসিয়েশনের ত্রিপুরা শাখার ১৪তম বার্ষিক সম্মেলনে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন৷ তাঁর কথায়, বহিরাজ্য থেকে বেশ কয়েকজন সুপার স্পেশালিটি চিকিৎসকদের নিয়ে আসার ব্যাপারে প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ এবিষয়ে আগামী ১৬ নভেম্বর স্বাস্থ্য দপ্তরের বৈঠকে সমস্ত কিছু স্থির হবে৷
এদিন স্বাস্থ্য মন্ত্রী বলেন, চেন্নাইয়ের বিখ্যাত চিকিৎসকদের এরাজ্যে আনার চেষ্টা চলছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে পিপিপি মডেলে আইজিএমের নবনির্মিত বহুতলে সুপার স্পেশালিটি ব্লক খুলা হবে৷ চেন্নাইস্থিত একটি হাসপাতালের চিকিৎসকরা পরিষেবা দেবেন৷ স্বাস্থ্য মন্ত্রীর কথায়, তাঁরা নিউরো সার্জারি, কার্ডিও ভাসকুলার, কার্ডিও থোরাসিক, স্পাইন সার্জারি, নেফ্রো সার্জারি এবং অনকো সার্জারির পরিষেবা প্রদান করবে৷ ওই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে রাজ্যের চিকিৎসকরাও অনেক কিছু শিখতে পারবেন৷ এদিন তিনি চিকিৎসকদের রাজ্যের প্রতি অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ রোগীদের সেবায় তাঁরা নিজেদের যেভাবে নিয়োজিত করেছেন তা খুবই প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেছেন৷ পাশাপাশি, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করার জন্য তিনি সমস্ত চিকিৎসকদের আরো সহযোগিতা চেয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রীর কথায়, রাজ্যে চিকিৎসকদের যথেষ্ট ঘাটতি রয়েছে৷ ফলে, মহকুমা স্তরে জটিল রোগের চিকিৎসা এবং অস্ত্রোপাচার সম্ভব হচ্ছে না৷ ফলে, জি বি হাসপাতালের উপর ভিষণ চাপ পড়ছে৷ তবে, চিকিৎসক ঘাটতি পূরণে রাজ্য সরকার আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন৷ |