![]() সোনাইমুড়ির ইউনিয়ন মেম্বার কর্তৃক ঢাকার সাংবাদিক হুমকির শিকার: ঢাকার পল্লবী থানায় জিডি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() গতকাল বুধবার বিকেলে পল্লবী থানায় ১৫৮২ সং সাধারন ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। জিডির সূত্র থেকে জানা যায়, দীন ইসলামের শ্বশুর বাড়ি সোনাইমুড়ী উপজেলাতে। অভিযুক্ত মেম্বার শহিদ উল্যাহকে একটি কাজের জন্য দীন ইসলামে শালক ৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তুু তিনি কাজটি না করে টাকাটি আত্নসাতের চেষ্টা করলে শালক দীন ইসলামকে বিষয়টি অবহিত করেন। গত ১৭ নভেম্বর বিষয়টি জানতে দীন ইসলাম সাংবাদিক পরিচয় দিয়ে শহীদ উল্ল্যাহ মেম্বারকে ফোন দিলে তাকে মেম্বার উল্টো গালিগালাজ করেন বলেন তোর মত সাংবাদিক কি করবি? ৫হাজার নিয়েছি পারলে যা পারিস করিস। অামি শহীদ উল্ল্যাহ মেম্বার। তোর মত সাংবাদিককে টাইম দেই না, তিনি বিভিন্ন ভাষায় খারাপ কথা বলেন অাবার প্রাণ নাশের হুুমকি দেন। |