![]() ত্রিপুরা রাজ্যে ফের আক্রান্ত বিরোধী দল সিপিআইএম
প্রসেনজিৎ দাস, ভারত:
|
![]() রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে, এডিসি মুখ্য কার্যনির্বাহী রাধাচরন দেব্বর্মা, বামফ্রন্ট নেতৃত্ব সহ প্রার্থীদের উপর হামলা চালায়। বেশ কয়েকটি গাড়ি সহ এডিসি-র মুখ্য কার্যনির্বাহীর 2টি এসর্কট গাড়ি ভাঙ্গচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু কাদের উস্কানিতে ঘটছে এই ঘটনা? কারা দায়ী আজকের ঘটনার জন্য সেই সব প্রশ্নের উত্তর খুজছে পুলিশ। |