![]() মধ্যনগরে সাংবাদিকদের উপর হামলার তীব্র প্রতিবাদে জাতীয় সাংবাদিক ক্লাব
নতুন বার্তা, ঢাকা:
|
![]() হামলার শিকার সাংবাদিকরা হলেন- মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের সুনামগঞ্জের স্টাফ রিপোর্টার এম এ মন্নান, সাধারন সম্পাদক দৈনিক সিলেটের দিনকাল ও দৈনিক জনতার কন্ঠের মধ্যনগর প্রতিনিধি অমৃত জ্যোতি, বঙ্গ-নিউজ ও দৈনিক সুনামগঞ্জের সময়ের স্টাফ রিপোর্টার আল আমিন আহমেদ সালমান এবং দৈনিক উত্তরের আলোর মধ্যনগর প্রতিনিধি সুরঞ্জন তালুকদার। উক্ত হামলা ও হুমকী প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে “জাতীয় সাবাদিক ক্লাব”। জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ-সভাপতি মো: হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক শেখ মো: ওবাইদুল কবির এক বিবৃতিতে বলেন- সুনামগঞ্জের মধ্যনগরে সাংবাদিকদের উপর হামলা ও হুমকীদাতাদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জাতীয় সাংবাদিক ক্লাব নেতৃবৃন্দ দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন- সাংবাদিকদের মধ্যে একতা না থাকলে ভবিষ্যতে এ ধরণের আরো অপ্রীতিকর ঘটনার সম্মুখিন হতে হবে। তাই নেতৃবৃন্দ সাংবাদিক সমাজকে পরস্পরের সাথে সম্প্রীতির বন্ধন সৃষ্টি করার আহ্বান জানান। |