![]() খোঁজ মিললো হুবুহু দেখতে ডোনাল্ড ট্রাম্পের মত এক নারীর
নতুন বার্তা, ঢাকা:
|
জানা গেছে, ট্রাম্পের মতো দেখতে ওই নারী আসলে এক স্প্যানিশ আলু চাষী। হাফিংটন পোস্টের উল্লেখ করে এক সংবাদ মাধ্যমে জানানো হয় যে, ওই নারীর নাম ডোলোরেস লেই অ্যান্তেলো। তার বয়স ৪০ বছর। তিনি এমন এক স্থানে থাকেন যেখানে না রয়েছে কম্পিউটার, না আছে ফোন। তিনি তার স্বামীর সঙ্গে ক্ষেতে কাজ করেন। কিন্তু তার ছবি প্রকাশ্যে আসতেই তিনি ইন্টারনেটে ছেয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের সঙ্গে চেহারার মিলই রাতারাতি ওই নারীকে সেলিব্রিটি করে তুলেছে। |