/ ত্রিপুরা / ত্রিপুরা প্রদেশ কগ্রেসের নয়া সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ
সমস্ত জল্পনার অবসান
ত্রিপুরা প্রদেশ কগ্রেসের নয়া সভাপতি মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ
প্রসেনজিৎ দাস, ত্রিপুরা, আগরতলা:
|
অবশেষে সমস্ত জল্পনার অবসান। প্রদেশ কগ্রেসের নয়া সভাপতি হিসেবে নিয়োজিত হলেন মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ। আজ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মহারাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ এর নামেই সীলমোহর দিলেন। দীর্ঘদিন ধরেই রাজ্য রাজনীতিতে প্রদেশ কগ্রেসের নয়া সভাপতি নিয়ে নানা জল্পনা চলছিল। প্রদেশ কগ্রেসের নয়া সভাপতি হওয়া নিয়ে অনেকেরই নাম উঠে আসছিল। কিন্তু রাহুল গান্ধী শেষ পর্যন্ত মহারাজাকেই প্রদেশ কগ্রেস সভাপতির দায়িত্ত্ব ভার দিলেন। বীরজিৎ সিনহা দীর্ঘিদিন ধরেই সভাপতির দায়িত্ব পালন করে গেছেন। এবার মহারাজের উপর সভাপতির দায়িত্ব ভার দিলেন রাহুল গান্ধী।
|