![]() দৈত্যের প্রভাবে ১২ বছরে ৫ হাজার বাচ্চা রদবদল নার্সের!
নতুন বার্তা, ঢাকা:
|
![]() খবরে বলা হয়েছে, জাম্বিয়ার ওই হাসপাতালে ১৯৮৩ থেকে ১৯৯৫ অবধি কাজ করেছেন এলিজাবেথ। তিনি নিজেই জানিয়েছেন, এই দীর্ঘ ১২ বছরে প্রায় ৫ হাজার নবজাতককে রদবদল করেছেন তিনি। তবে এই কাজ তিনি নাকি কোনো স্বার্থ সিদ্ধির জন্য করেননি। শুধু মজা পাওয়ার জন্য এক দশক ধরে এই অপরাধ করে গেছেন তিনি। তবে কোনো এক দৈত্যের প্রভাবে নাকি তিনি এটি করেছেন বলে জানিয়েছেন। কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত। হয়তো বেশি দিন বাঁচবেন না। সম্প্রতি এলিজাবেথের মনে হয়েছে, কৃত অপরাধ স্বীকার না করলে ভগবান তাকে ক্ষমা করবেন না। সে জন্যই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আমি ক্যান্সারে আক্রান্ত, হয়তো বেশি দিন আর বাঁচব না। তাই আমার আর কিছু লুকনোর নেই। ইউটিএইচের প্রসূতি বিভাগে ১২ বছর কাজ করেছি আমি। সে সময় প্রায় ৫ হাজার বাচ্চার রদলবদল করেছিলাম। সেই সব বাচ্চার মায়েদের থেকে আমি ক্ষমা চাইছি।’ তিনি আরও বলেছেন, ‘সেই সময় কোনো এক দৈত্য যেন তাকে দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে।’ তার আনন্দের জন্য অনেক সুখী দম্পতির বিচ্ছেদও হয়েছে। সে জন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি। এলিজাবেথের এই স্বীকারোক্তির পর জাম্বিয়ার জেনারেল নার্সিং কাউন্সিল বিষয়টির তদন্ত শুরু করেছে। তারা দেখছেন, ওই সময়কালে এই নামের কোনো নার্স কাজ করতেন কি না। |