আজ বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০২ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / অন্যরকম / যে কারণে ভারতে সন্ন্যাসীর জীবন বেছে নিচ্ছে ভারতের জৈন তরুণ-তরুণীরা
যে কারণে ভারতে সন্ন্যাসীর জীবন বেছে নিচ্ছে ভারতের জৈন তরুণ-তরুণীরা
নতুন বার্তা, ঢাকা:
Published : Tuesday, 9 July, 2019 at 1:34 AM
যে কারণে ভারতে সন্ন্যাসীর জীবন বেছে নিচ্ছে ভারতের জৈন তরুণ-তরুণীরা‘আমি আর কখনোই তাকে আলিঙ্গন করতে পারবো না’, বিবিসি-র কাছে নিজের একমাত্র মেয়ে সম্পর্কে বলতে গিয়ে গলা বুঁজে আসছিলো ইন্দ্রবদন সিংহি-র। আবেগ চেপে রাখার চেষ্টায় অন্যদিকে তাকিয়ে বললেন, ‘মেয়ের চোখের দিকে আর তাকাতে পারবো না।’ ইন্দ্রবদন সিংহি-র মেয়ে স্বাভাবিক সাংসারিক জীবন ত্যাগ করে সন্ন্যাসিনী হওয়ার দীক্ষা নিয়েছে। সেই উপলক্ষে বাড়িতে সেদিন একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। ঘর-সংসার ছেড়ে মেয়ে এখন চলে যাবে আশ্রমে। সন্ন্যাসিনী হয়ে সেখানেই থাকবে। সংসার জীবনের শেষ কদিনে আত্মীয় স্বজন, বন্ধুরা বাড়িতে এসে দেখা করে যাচ্ছেন তার সঙ্গে।
২০ বছরের ধ্রুবি আর ১০ মেয়ের মতো জীবন যাপন করতো। গান শুনতো। কাছের পার্কে ক্রিকেট খেলতো। বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে যেতো। কিন্তু সন্ন্যাস বরণের পর সে আর তার মা-বাবাকে মা-বাবা বলে ডাকতে পারবে না। চুল কেটে ন্যাড়া হতে হবে। খালি পায়ে হাঁটতে হবে। খেতে হবে শুধু ভিক্ষা করে। তাও আবার সব খাবার খাওয়া যাবে না। আরও কিছু কঠোর বিধিনিষেধ তাকে আজীবন মেনে চলতে হবে - গাড়ি চড়া যাবে না, গোসল করা যাবে না। ফ্যানের নিচে শোয়া যাবে না, মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।

ধ্রুবি সিংহি-র পরিবার প্রাচীন জৈন ধর্মের অনুসারী। এখনও ভারতে এই ধর্মের ৪৫ লাখ অনুসারী রয়েছে। যারা এই ধর্মের আচার পালন করেন- তাদেরকে ধর্মগুরুর জারি করা কঠোর বিধিনিষেধের মধ্যে জীবন যাপন করতে হয়।

ইন্দ্রবদন সিংহি জানালেন, তাদের একমাত্র সন্তান ধ্রুবি ছোট থেকেই উচ্ছ্বল, বহির্মুখী ছিল। জিন্স পরতো। টিভি রিয়েলিটি শোতে অংশ নেওয়ার আগ্রহ প্রচণ্ড আগ্রহ ছিল। কিন্তু গত পাঁচ বছর ধরে সে ধীরে ধীরে ধর্মের দিকে ঝুঁকছিল। সম্প্রতি স্বাভাবিক জীবন-যাপন থেকে মুক্ত হয়ে সন্ন্যাসী হওয়ার দীক্ষা নিয়েছে সে।

শুধু ধ্রুবি নয়, তার মতো শত শত জৈন তরুণ-তরুণী পার্থিব জীবন ত্যাগ করে সন্ন্যাস বরণ করছে। বছরে বছরে তাদের সংখ্যা বাড়ছে এবং ছেলেদের চেয়ে মেয়েরা এই পথে বেশি যাচ্ছে।

মুম্বাই বিশ্ববিদ্যালয়ে জৈন দর্শনের শিক্ষক ড. বিপিন দোশী। তিনি বলেন, ‘আগে বছরে বড়জোর ১০ থেকে ১৫টি দীক্ষা নেওয়ার ঘটনা ঘটতো।’ কিন্তু গত বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৫০-এ। এ বছর সংখ্যা ৪০০ হতে পারে।

কেন এই আকর্ষণ?

জৈন সমাজের নেতারা বলছেন, প্রধানত তিনটি কারণে এটি হচ্ছে। প্রথমত তরুণ বয়সীরা আধুনিক জীবনের চাপে বিপর্যস্ত হয়ে পড়ছে। দ্বিতীয়ত আধুনিক প্রযুক্তির কারণে ধর্মের শিক্ষা, দর্শন নতুন প্রজন্মের কাছে সহজে পৌঁছাচ্ছে। তৃতীয়ত ধর্মীয় স্থানে সফরের সুযোগ তৈরি হওয়ায় অনেক তরুণ-তরুণী সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা নিতে আকৃষ্ট হচ্ছে।

পিছিয়ে পড়ার ভয়

ড. বিপিন দোশী বলেন, অতিমাত্রায় যোগাযোগনির্ভর যে সমাজ এখন তৈরি হয়েছে, তা অনেক মানুষকে প্রচণ্ড মানসিক চাপে ফেলছে। ইউরোপে কী হচ্ছে, নিউইয়র্কে কী হচ্ছে, সঙ্গে সঙ্গেই আপনি তা দেখতে পারছেন। আগে প্রতিযোগিতা ছিল আপনি যে মহল্লায় বসবাস করেন তার মধ্যেই সীমিত। এখন প্রতিযোগিতা পুরো দুনিয়ার সঙ্গে। ফলে ‘পিছিয়ে পড়ার ভয়’ সবসময় মানুষকে তাড়া করছে।

তিনি বলেন, আপনি যখন সন্ন্যাস জীবনের জন্য দীক্ষা নিলেন, পার্থিব জীবন বর্জন করলেন, আপনার সামাজিক এবং ধর্মীয় মর্যাদা সঙ্গে সঙ্গে এমন পর্যায়ে উঠে গেল যে ধনী লোকজনও আপনার সামনে এসে মাথা নোয়াচ্ছে।"

ফিজিওথেরাপিস্ট পূজা বিনাখিয়া গত মাসে সন্ন্যাসিনীর দীক্ষা নিয়েছেন। তিনি বললেন, তার জীবন পুরোপুরি বদলে গেছে। এর আগে ২৪ ঘণ্টা উদ্বেগের জীবন ছিল পূজার- পরিবারের জন্য উদ্বেগ, বন্ধুদের জন্য উদ্বেগ, নিজের চেহারা নিয়ে উদ্বেগ, পেশা নিয়ে উদ্বেগ। এখন আর তাকে ভাবতে হয় না বন্ধুরা, স্বজনরা তাকে নিয়ে কী ভাবছে, কী চোখে দেখছে। তার ভাষায়, ‘এখানে আমরা শুধুই আত্মার পরিশুদ্ধি নিয়ে ভাবি।’

সোশ্যাল মিডিয়া গুরু

দীক্ষা নেওয়ার কয়েকদিন আগে ধ্রুবির কথা ছিল তার গুরুই তার কাছে সব। তার ভাষায়, ‘তিনি আমার জগত। তিনি যা বলেন, সেটাই আমার কাছে শেষ কথা।’ নতুন দীক্ষা নেওয়া সব জৈনরাই তাদের গুরুকে নিয়ে, গুরুর কথায় পাগল। ধর্মীয় গুরুরা তাদের শিষ্যদের কাছ শতভাগ আনুগত্য পান। ড. দোশী বলেন, এই প্রবণতা সবসময় এ রকম ছিল না। তার ভাষায়, ‘আগে ধর্মীয় গুরুরা অনেক আত্মকেন্দ্রিক ছিলেন। তাদের নিজেদের আত্মার পরিশুদ্ধি নিয়েই মূলত তারা ভাবতেন। কিন্তু এখন এই ধর্মগুরুরা তরুণ যুবকদের কাছে ধর্মের বানী পৌঁছে দিতে অনেক তৎপর। তারা (গুরুরা) ভালো কথা বলেন, নতুন প্রজন্মের কাছে তারা সহজ সাধারণ একটি জীবনের পথ তুলে ধরেন। তরুণ তরুণীরা তাতে আকৃষ্ট হচ্ছে।’

১০ বছর আগেও জৈনরা তাদের ধর্মীয় বইপত্র পড়তেন শুধু প্রাচীন অর্ধ মগধি এবং সংস্কৃত ভাষায়। কিন্তু এখন অনেক ধর্মীয় বইপত্র ইংরেজিতে অনুবাদ হয়েছে। জৈন ধর্মের ইতিহাস নিয়ে শর্ট-ফিল্ম হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রচার করা হচ্ছে। ফলে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি হচ্ছে।

মূলত হোয়াটসআ্যাপের মাধ্যমে ছড়ানো এসব শর্ট-ফিল্মে সন্ন্যাস জীবনকে অত্যন্ত ইতিবাচক হিসাবে তুলে ধরা হচ্ছে, ধর্ম গুরুদের 'সুপার হিরো' হিসাবে দেখানো হচ্ছে। মুনি জিনভটশারিয়া বিজয় মহারাজাসাহেব নামে একজন জৈন ধর্মগুরু নিজে ইউটিউবে বেশকিছু ভিডিও ছেড়েছেন। ইউটিউবে তার ফলোয়ারের সংখ্যা ১০ লাখেরও বেশি।

ধর্মীয় সফর

ধ্রুবি জানান, পাঁচ বছর আগে একটি আশ্রমে গিয়ে কিছুদিন থাকার পর থেকে তিনি সন্ন্যাস জীবনের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন। ওই আশ্রমে গিয়ে কিছুদিন থেকে যে কোনও জৈন, সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা নিতে পারে। সেখানে খালি পায়ে থাকতে হয়, বিদ্যুৎ নেই, গোসলের ব্যবস্থা নেই। আশ্রমে নির্ভার সহজ এই জীবনযাপনে আকৃষ্ট হচ্ছে অনেকে।

হিতেশ মোতা, যিনি মুম্বাইতে দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করেন, তিনি বলেন আশ্রমে গিয়ে থাকাটা প্রশিক্ষণের মতো কাজ করে। একেকজনের কয়েকবার করে আশ্রমে গিয়ে থাকার ব্যবস্থা করা হয়। ফলে সন্ন্যাস জীবন সম্পর্কে ভীতি, আধুনিক জীবনযাপন ছেড়ে যাওয়ার ভীতি দূর হয়ে যায়।

গত মাসে মুম্বাইয়ের কাছে নাসিক শহরে এক জৈন আশ্রমে ৬০০ জনের মতো তরুণ-তরুণী ধর্মীয় সফরে গিয়ে বেশ কিছুদিন ছিল। তাদের কয়েকশ পরে দীক্ষা নেওয়ার ইচ্ছা জানিয়েছে। তাদের একজন ১২ বছরের কিশোর হেট দোশী।

ভালো ছাত্র, স্কেটিং চ্যাম্পিয়ন। খেলাধুলো ছেড়ে কয়েক সপ্তাহ স্কুল বাদ দিয়ে সে আশ্রমে গিয়েছিল। ক'দিনে ১৮ কেজি ওজন কমেছে। কিন্তু ওই কিশোরের কথা – তার ‘হৃদয় আলো দেখেছে।’ তার ভাষায়, ‘আমার গুরু বলেছেন, এই পার্থিব জগত ভালো নয়। আমি পাপের জীবন থেকে দূরে যেতে চাই। আমি দীক্ষা নিতে চাই। গুরু বলেছেন, যত তাড়াতাড়ি করা যাবে, ততই ভালো। আমি ১৫ বছর বয়সের আগেই দীক্ষা নেবো।’ হেট দোশীর বাবা-মা তার ছেলের পরিবর্তনে গর্বিত। কিন্তু অনেক পরিবার শঙ্কিত। যেমন ধ্রুবির বাবা-মা কোনদিনই চাননি তাদের একমাত্র মেয়ে সন্ন্যাসিনী হয়ে যাক। আনুষ্ঠানিকভাবে পারিবারিক জীবন ত্যাগ করার দিনে ধ্রুবির বাবা মেয়েকে শেষবারের মতো আলিঙ্গন করে বলেন, ‘দু’বছর দেখ কেমন যায়। চাইলে তারপর ফিরে এসো।’ সূত্র: বিবিসি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
কোন ব্লাড গ্রুপের মুরগির মাংস কম খাওয়া উচিত?
কোন ব্লাড গ্রুপের মুরগির মাংস কম খাওয়া উচিত?
চিকেন খেতে ভালবাসেন না, এমন মানুষ খুব কমই আছেন। তবে প্রায়ই চিকেন খাওয়া কিন্তু বিপদ ডেকে আনতে পারে। রিপোর্ট অনুযায়ী, ...
ভোলায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
ভোলায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
ভোলা সদর উপজেলায় বিএনপি নেতা জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের ৫ শতাংশ ...
ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান!
ইসরাইলের যম ছিলেন যে বাংলাদেশি সন্তান!
বাংলাদেশের বীর বৈমানিক সাইফুল আজম বিশ্বের সামরিক ইতিহাসে এক বিরল কীর্তির অধিকারী। তিনি একমাত্র বৈমানিক যিনি চারটি ভিন্ন দেশের হয়ে ...
সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার
সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ‘ভেঙে ফেলার’ হুমকি ভারতীয় নেতার
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া ...
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩
নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তিশা প্লাস নামের একটি যাত্রীবাহী বাস বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে ওই বাসের সুপারভাইজার ফরহাদসহ তিন ...
ভারতের গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮
ভারতের গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮
ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ বলছে, মঙ্গলবার সকালে, ...
ঈদের দ্বিতীয় দিন: হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ
ঈদের দ্বিতীয় দিন: হাঁটা-চলার জায়গাও ছিল না চিড়িয়াখানায়, দর্শনার্থী প্রায় দুই লাখ
ঈদের দ্বিতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড় হয়েছিল। প্রবেশ গেটের সামনের জায়গা ছিল জনসমুদ্র। প্রায় একই অবস্থা ছিল ভেতরেও। ...
মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো
মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯ জন হয়েছে। এই সংখ্যা ৩ হাজার জনেরও বেশি হতে পারে বলে আশঙ্কা ...
বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং
বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: সিএ প্রেস উইং
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশকে সংকটাপন্ন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে দেশটি ধর্মীয় উগ্রপন্থার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ...
১০
নতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণ
নতুন টাকা ছাপাতে এবার খরচ হচ্ছে তিন গুণ
আমাদের দেশে কাগুজে নোটের প্রচলন বেশি। এসব নোটের স্থায়িত্ব সাধারণত ছয় থেকে আট মাস। এই সময়ের মধ্যেই অধিকাংশ নোট ব্যবহার ...
 
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার স্থানীয় একটি পার্টি সেন্টারে  এ ইফতার মাহফিল ...
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাত্ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে ...
মুক্তিপণ উদ্ধার, ব্যবহৃত ট্যাক্সি জব্দ: বোয়ালখালীতে শিশু অপহরণে জড়িত ২জন গ্রেপ্তার
মুক্তিপণ উদ্ধার, ব্যবহৃত ট্যাক্সি জব্দ: বোয়ালখালীতে শিশু অপহরণে জড়িত ২জন গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে শিশু অপহরণের ঘটনায় মুক্তিপণের ৪ লাখ টাকা, ব্যবহৃত সিএনজিচালিত ট্যাক্সি সহ জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ ...
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
শিকড়ের টানে শিকড়ে ফেরা প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানবিক উদ্যোগ রহিমা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার হাবেলী গোপালপুরস্থ খান মঞ্জিলে অনুষ্ঠিত হয় ইফতার ...
দুদকের মামলা: যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
দুদকের মামলা: যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের ...
বোয়ালখালীতে মাংস ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালীতে মাংস ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালীতে মাংসের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না রাখার দায়ে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ...
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস  উদযাপিত হয়েছে গভীর শ্রদ্ধা ও জাতীয় মর্যাদার সঙ্গে। বুধবার (২৬ মার্চ) ...
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
মিয়ানমারের গৃহযুদ্ধে জোরপূর্বক যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষই রোহিঙ্গা যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে ...
থাইজেন্ট ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের ভিআইপি কেবিনের শুভ উদ্বোধন
থাইজেন্ট ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের ভিআইপি কেবিনের শুভ উদ্বোধন
থাইজেন্ট ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের ভিআইপি কেবিনের শুভ উদ্বোধন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির রাজারামপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার ...
১০
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা
২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফল বাতিল করে বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com