![]() ধনী ছেলেদের পটিয়ে বড়লোক হওয়ার কোর্স ফি মাত্র ৩২৫ ডলার
নতুন বার্তা, ঢাকা:
|
![]() ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্যা সানের কাছে তিনি দাবী করেন, তিনি চান সব দরিদ্র নারী তার মতো বড়লোক পুরুষদের আকৃষ্ট করে বিলাসী জীবন যাপন করুক। ধনী হওয়ার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সবাই চায় আরাম-আয়েশে জীবন কাটাতে। কিন্তু সবার ভাগ্যে তা জোটে না। তিনি সেই ভাগ্যের সন্ধান দিচ্ছেন। কি করে পুরুষ পটিয়ে ধনী হওয়া যায় তা শিখিয়ে কোর্স ফি নিচ্ছেন মাত্র ৩২৫ ডলার। |