![]() বঙ্গবন্ধুর নাম শুনলেই রাজাকাররা আঁতকে ওঠে: রেজাউল করিম
নতুন বার্তা, পিরোজপুর:
|
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নেছারাবাদ উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম শুনলেই সেই একাত্তরের পরাজিত রাজাকাররা আঁতকে ওঠে। ওই রাজাকাররা মনে করে, বঙ্গবন্ধু মানেই অসাম্প্রদায়িক বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে তার ভাস্কর্য ভাঙছে। শ. ম. রেজাউল করিম বলেন, তারা মনে হয় জানে না বঙ্গবন্ধু মানেই যে বাংলাদেশ। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ টেনে বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছেন। তাই মুক্তিযোদ্ধাদের সর্বদা সম্মান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সর্বাধিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন। যা আর কোনও সরকার করেনি। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, তাদের জন্য রাষ্ট্রীয় ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এ সরকার। তাই তাদের বুঝতে হবে এবং বর্তমান প্রজন্মসহ আগামী প্রজন্মদেরও বোঝাতে হবে আধুনিক উন্নত বাংলাদেশ মানেই শেখ হাসিনার সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) রিয়াজ হোসেন (পিপিএম) প্রমুখ। |