/ সারাদেশ / মেহেরপুরে জাপান টোবাকোতে অভিযান
মেহেরপুরে জাপান টোবাকোতে অভিযান
হাসানুজ্জামান,মেহেরপুরঃ
|
মেহেরপুরে গোয়ালঘর ও হোমিওপ্যাথিক ঔষধের দোকান এবং বাড়ির মধ্যে থেকে
উদ্ধার হল সরকার নিষিদ্ধ সিগারেটের লক্ষ লক্ষ প্যাকেট ও প্রচার পত্র এবং
সিগারেটের প্রচারের লক্ষ্যে জমা রাখা পুরস্কার।সোমবার সকাল ১১ টা থেকে সাড়ে
১২ টা পর্যন্ত মেহেরপুর শহরের ওয়াবদা সড়কে জাপান টোবাকো কোম্পানীর গুদাম
ঘর এবং ওই কোম্পানির বিক্রয় প্রতিনিধির মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাডার
একটি বাড়ি থেকে এসমস্ত প্রচারপত্র ও পুরস্কারের বিভিন্ন পণ্য উদ্ধার করা
হয়।মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় জাপান টোবাকোর
ডিপো ইনচার্জ আতিয়ার রহমানের নিকট থেকে তামাকজাত দ্রব্য ব্যবহার
নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১ এর ক ও গ ধারায় এক লক্ষ টাকা জরিমানা আদায় করা
হয়। আতিয়ার রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাহাপুর গ্রামের তমজেল
আলীর ছেলে।উদ্ধারকৃত প্রচারপত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা এবং
পুরস্কারগুলো মেহেরপুরের বিভিন্ন এতিমখানায় প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত
গ্রহণ করা হয়। অভিযান চলাকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর তমিজউদ্দীন,
মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম,সদর থানা পুলিশের
একটি দল উপস্থিত ছিলেন।
|