আজ বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ০৩ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
 / অন্যরকম / চীনে হাতির পালের অভিনব বছর ব্যাপী যাত্রা আর তাদের অদ্ভুত সব আচরণ: বিভ্রান্ত বিশ্বের বিজ্ঞানীমহল
চীনে হাতির পালের অভিনব বছর ব্যাপী যাত্রা আর তাদের অদ্ভুত সব আচরণ: বিভ্রান্ত বিশ্বের বিজ্ঞানীমহল
নতুন বার্তা, ঢাকা:
Published : Thursday, 24 June, 2021 at 1:22 AM
চীনে হাতির পালের অভিনব বছর ব্যাপী যাত্রা আর তাদের অদ্ভুত সব আচরণ: বিভ্রান্ত বিশ্বের বিজ্ঞানীমহলহাতি স্বভাবগতভাবে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এবং হাতি বিশেষজ্ঞ যারা প্রতিদিন এর আচরণ নিয়ে গবেষণা করেন, তারা হাতির চরিত্র ও আচরণ সম্পর্কে যথেষ্ট খোঁজখবর রাখেন। কিন্তু চীনে একপাল বিপন্ন প্রজাতির বন্য হাতির আচরণ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সম্পূর্ণ হতবুদ্ধি করে দিয়েছে।
শুধু তাই নয়, চীন জুড়ে দেশটির সাধারণ মানুষ থেকে শুরু করে দেশটির কর্তৃপক্ষও এই হাতির পাল ও তাদের দীর্ঘ যাত্রা নিয়ে রীতিমত উৎসুক। খবরের কেন্দ্র জুড়ে রয়েছে এখন এই হাতির পাল।
হাতিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা অস্বাভাবিক কোন ব্যাপার নয়। কিন্তু সেটা সচরাচর হয় খুবই কম দূরত্বের পথ।
কিন্তু এই হাতির পাল এক বছরেরও ওপর হয়ে গেল, চীনেরএক প্রান্ত থেকে অন্য প্রান্ত দাপিয়ে বেড়াচ্ছে। তাদের যে জঙ্গলে মূল আস্তানা ছিল, সেখান থেকে তারা এখন দীর্ঘ প্রায় পাঁচশ কিলোমিটার (৩১০ মাইল) পথ পাড়ি দিয়ে ফেলেছে।
ধারণা করা হয় গত বছর বসন্তকালে চীনের দক্ষিণ-পশ্চিমে শিশুয়াংবান্না ন্যাশনাল নেচার রিজার্ভ নামে দেশটির সংরক্ষিত অরণ্য এলাকা থেকে এই হাতির দলটি তাদের যাত্রা শুরু করেছিল। ওই অরণ্য এলাকা চীনের সঙ্গে মিয়ানমার ও লাওস সীমান্ত এলাকার কাছে।
সেখান থেকে তারা চীনের উত্তর দিকে চলতে শুরু করে এবং গত কয়েক মাসে দেখা গেছে দেশটির বেশ কিছু গ্রাম, নগর ও শহরের মধ্যে দিয়ে তারা হেঁটে চলেছে।
তারা অনেক বাড়ির দরজা ভেঙে ফেলেছে, অনেক দোকান তছনছ করেছে, খাবার "চুরি" করেছে, কাদায় গড়াগড়ি দিয়ে খেলা করেছে, খালে নেমে গা ধুয়েছে আর জঙ্গলের গভীরে গিয়ে আরামে দিবানিদ্রা দিয়েছে।
তারা জাগা অবস্থায় বহু ক্ষেতের ফসল নষ্ট করেছে। গজেন্দ্র গমনে, ধীর পায়ে মানুষের বাসায় পর্যন্ত গিয়ে ঢুকেছে। একটি ঘটনায় দেখা গেছে এক বাড়ির উঠানে লাইন দিয়ে দাঁড়িয়ে এই হাতির দল শুঁড় দিয়ে সফলভাবে কল খুলে পানি খেয়েছে।
মনে করা হচ্ছে হাতির দলটি আবার এখন দক্ষিণমুখো যাত্রা শুরু করেছে। তাদের শেষ দেখা গেছে ইয়ুস্কি নামে এক শহরের কাছে শিজি নামে এক ছোট শহরতলি এলাকায়।
এই হাতিগুলো দল বেঁধে কেনই বা তাদের আস্তানা ছেড়ে এত দূরের পথ পাড়ি দিতে বেরিয়েছিল, কেন তারা দেশের উত্তর-মুখে রওয়ানা হল, এখন আবার কেন তারা দক্ষিণ দিকে যাত্রা শুরু করল- এসব কিছুর কোন উত্তরই খুঁজে পাচ্ছেন না হাতি-বিজ্ঞানী বা হাতি-বিশারদরা। এরপর কী ঘটতে চলেছে তাও তাদের জানা নেই। তবে চীন দেশে কোন হাতির এত দূরের পথ পাড়ি দেয়ার ঘটনা জানামতে এটাই প্রথম।

হাতির আচরণ আর কেন হতবুদ্ধি বিজ্ঞানীরা

"সত্যি বলতে কী, কেউ জানে না তাদের কী লক্ষ্য। অবশ্যই এর সাথে জড়িয়ে আছে খাদ্য, পানি ও বাসস্থানের সন্ধান।" বিবিসিকে বলেছেন নিউ ইয়র্কে সিটি ইউনিভার্সিটির অধীন হান্টার কলেজের হাতির মনস্তত্ত্ব বিষয়ক সহযোগী অধ্যাপক জশুয়া প্লটনিক।
"এটা ধারণা করা মোটেই অসঙ্গত হবে না, কারণ এশিয়ান হাতি যেসব এলাকার বনাঞ্চলে বাস করে, সেখানে অরণ্যের ভেতর মানুষের কর্মকাণ্ড আগের তুলনায় বেড়ে যাওয়ায় বনের ভেতর তাদের শান্তি বিঘ্নিত হচ্ছে, তারা নিরাপত্তার অভাব বোধ করছে। তাদের আবাস স্থল সঙ্কুচিত হচ্ছে, তারা বড় দলে এক হয়ে থাকতে পারছে না- থাকছে ছোট ছোট দল বেঁধে। বনজঙ্গল কেটে ফেলায় তাদের খাদ্যসম্পদেও টান পড়ছে," তিনি বলেন।
প্লটনিক আরও বলছেন যে, চীনের ইউনান প্রদেশের এই হাতির পালটির এই লম্বা পথ পরিক্রমার আরেকটি কারণ হতে পারে দলটির সামাজিক আচরণের একটা দিক।
হাতিরা সাধারণত মাতৃতান্ত্রিক প্রাণী। দলের মধ্যে সবচেয়ে বয়স্ক এবং সবচেয়ে জ্ঞানী মেয়ে বা মাদী হাতি দলের নেতৃত্ব দিয়ে থাকে। তার দলে থাকে দাদী, নানী, মা, চাচী ও খালারা আর তাদের ছেলে মেয়েরা।
বয়ঃসন্ধি হবার পর পুরুষ বা মদ্দা হাতি ওই দল থেকে আলাদা হয়ে যায় এবং একা একাই ঘুরে বেড়ায়। অথবা সে অন্য পুরুষ হাতিদের দলে অল্প সময়ের জন্য যোগ দেয়।
মেয়ে হাতির নেতৃত্বাধীন দলে মদ্দা হাতি যোগ দেয় শুধুমাত্র যৌন সংসর্গের কারণে। যৌন সংসর্গের পরপরই পুরুষ হাতি আবার দল ছেড়ে চলে যায়।
চীনে আলোড়ন সৃষ্টিকারী এই হাতির পালটি যখন যাত্রা শুরু করে তখন তাদের দলে ছিল ১৬ বা ১৭টি হাতি, যাদের মধ্যে তিনটি ছিল মদ্দা হাতি।
এদের মধ্যে দুটি পুরুষ হাতি এক মাস পরই দল ছেড়ে চলে যায়। আর এমাসের গোড়ায় তৃতীয় মদ্দা হাতিটিও দল ত্যাগ করে চলে গেছে।
"এটা হাতির জন্য খুবই স্বাভাবিক আচরণ, তবে সে যে এতদিন দলের সাথে ছিল তাতে আমি বিস্মিত। এর কারণ হয়ত হতে পারে এলাকাটা তার পরিচিত নয়। আমি যখন এই হাতির দলকে শহর বা গ্রামগঞ্জের মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখেছি, তারা একসাথে খুব গা ঘেঁষাঘেঁষি করে হাঁটছিল। সেটা হাতিদের জন্য উদ্বেগ বা চাপের বহিঃপ্রকাশ," বলছেন আহিমসা কাম্পোস-আরসেইয। শিশুয়াংবান্না ট্রপিকাল বটানিকাল গার্ডেনের প্রধান তদন্ত কর্মকর্তা ও অধ্যাপক তিনি।
আচরণের দিকে দিয়ে অন্য স্তন্যপায়ী প্রাণীর তুলনায় মানুষের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে হাতির। সন্তান জন্মের সময়, প্রিয়জনের মৃত্যুর সময় এবং অপরিচিত এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশে হাতি ঠিক মানুষের মতই আবেগ অনুভূতি বোধ করে এবং তা প্রকাশ করে।
এই হাতির দলটির আরেকটি আচরণ গবেষকদের বিস্মিত করে যখন দলের দুটি মেয়ে হাতি বাচ্চা প্রসব করে।
"হাতি সাধারণত খুব ঘরোয়া হয় এবং তাদের জীবন খুবই নিয়মের ছকে বাঁধা থাকে। তারা বাচ্চা হবার মুখে বা আসন্ন-প্রসবা হলে কখনই নিজের আবাস ছেড়ে নতুন কোথাও যায় না। সেটা খুব অস্বাভাবিক। বরং সেসময় তারা পারলে সবচেয়ে নিরাপদ আস্তানা খুঁজে নেয়," বিবিসিকে বলেন জাম্বিয়া ভিত্তিক একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা গেম রেঞ্জারস ইন্টারন্যাশানালের লিসা অলিভিয়ের।
অলিভিয়ের বলছেন হাতির দলটির একসাথে ঘুমানোর ভাইরাল হওয়া বিখ্যাত ছবিটিতেও হাতির অস্বাভাবিক আচরণের পরিচয় রয়েছে।
"সাধারণত বাচ্চা হাতি মাটিতে শুয়ে ঘুমায় আর বড় হাতি গাছের গায়ে বা বিশাল উইয়ের পাহাড়ের গায়ে হেলান দিয়ে ঘুমায় বা বিশ্রাম নেয়। কারণ হাতির শরীর বিশাল। তাই কোনরকম বিপদ এলে শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়াতে হাতির অনেক সময় লেগে যায়। আর শোয়া অবস্থা থেকে চট করে উঠে দাঁড়ালে হাতির হৃদপিণ্ড এবং ফুসফুসের ওপর খুব বেশি চাপ পড়ে। তাই এভাবে মাটিতে শুয়ে ঘুমানো বড় হাতির আচরণ-বিরুদ্ধ," তিনি বলছেন।
"তারা যে ওভাবে মাটিতে শুয়ে আছে তা থেকে ধারণা করা যায় যে তারা অতিরিক্ত ক্লান্ত ছিল- একেবারে অবসন্ন। এই অভিজ্ঞতা তাদের জন্য খুবই নতুন।
"এছাড়াও হাতিরা যোগাযোগ করে যে শব্দ তরঙ্গের মাধ্যমে তা খুবই নিচু পর্দার শব্দ- যা মানুষের কানে ধরা পড়ে না। হাতির কানে শুধু ধরা পড়ে নিচু পর্দার আওয়াজ যা তাদের পায়ের কম্পন থেকে তৈরি হয়। অথচ শহরে ও নগরে তারা যানবাহনের আওয়াজ শুনতে পেয়েছে।"

জায়গা নিঃশেষ হয়ে যাচ্ছে

বিজ্ঞানীরা এ বিষয়ে একমত যে, এটা হাতিদের স্থান পরিবর্তন নয়, কারণ তারা কোন নির্দিষ্ট পথ ধরে এই যাত্রা করেনি। তবে পৃথিবী যে মাত্র গুটিকয় হাতে গোনা জায়গায় হাতির বংশবৃদ্ধি হচ্ছে তার একটি হল চীন। এর কারণ বন্যপ্রাণী সংরক্ষণে চীনের বিশাল উদ্যোগ।
ব্যবসার কাজে চুরি করে হাতি শিকার চীন কঠোর হাতে দমন করেছে। এর ফলে চীনের ইউনান প্রদেশে বন্য হাতির সংখ্যা, যা ১৯৯০এর দশকে ছিল ১৯৩ তা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০এ।
তবে নগরায়ন আর বনাঞ্চল ধ্বংসের কারণে হাতির আবাসস্থল হুমকির মুখে পড়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন, ফলে তারা হয়ত নতুন আস্তানা খুঁজে বেড়াচ্ছে এবং খুঁজে বেড়াচ্ছে আরও ভাল খাবারের উৎস ও ভাণ্ডার।
জঙ্গলের এই বিশাল আকৃতির প্রাণীটির ক্ষুধা মেটানো চাট্টিখানি কথা নয়। প্রতিদিন তাদের পেট ভরানোর জন্য হাতিকে ১৫০ থেকে ২০০ কিলোগ্রাম পরিমাণ আহার সংগ্রহ করতে হয়।

আকাশ থেকে নজরদারি

তবে বিশেষজ্ঞরা একটা বিষয়ে খুশি যে এই বন্য হাতির দলটির সাথে মানুষের মুখোমুখি কোন বিপজ্জনক সংঘাত হয়নি। এছাড়াও তাদের এই অভিনব যাত্রায় ইতিবাচক কিছু ফলও হয়েছে।
চীনা কর্তৃপক্ষ তাদের যাত্রা ও গতিপথের ওপর নজর রাখতে যে ড্রোন ব্যবহার করছে, তার ফলে হাতি গবেষকরা হাতিদের বিরক্তির উদ্রেক না করে তাদের সম্পর্কে গবেষণার জন্য বহু মূল্যবান তথ্য পেয়েছেন।
চীনের জনগণও এই হাতিদের অভিনব ভ্রমণ নিয়ে এতটাই উৎসুক যে তাদের স্মৃতির ঝুলিতেও জমা হয়েছে নানাধরনের দুর্লভ ছবি, যা হয়ত তারা সংগ্রহ করার এমন নজিরবিহীন সুযোগ কখনও পেতেন না।
এই হাতির দলটিকে রক্ষা করার জন্য চীনের সরকার, স্থানীয় কর্তৃপক্ষগুলো এবং সংরক্ষণ প্রকল্পগুলোর সাথে জড়িতরা যেভাবে একযোগে কাজ করে যাচ্ছেন মিস অলিভিয়ের বলেছেন সেটা সত্যিই প্রশংসার দাবিদার।
সাম্প্রতিক কয়েক মাসে চীনের কর্মকর্তারা হাতিগুলোকে সংরক্ষিত বনাঞ্চলের নিরাপত্তায় ফিরিয়ে নিতে ট্রাক ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে, তাদের জন্য টোপ হিসাবে খাবার ছড়িয়ে রেখেছে।
"তবে ভাগ্য ভাল, এসব উদ্যোগ হাতিগুলোর জন্য ভয়ের কোন কারণ হয়নি। যদিও মানুষ একটা ভুল করে - সেটা হল, হাতিকে কখনও বলতে নেই তার কী করা উচিত! মানুষের নির্দেশ মেনে কাজ করা হাতির স্বভাবজাত নয়। আমরা যখন দূর থেকে একটা পরিস্থিতি তৈরি করে হাতিকে কিছু করার ইঙ্গিত দিই, হাতি কিন্তু তখন সেটা ভুল বোঝে এবং তার আচরণ তখন অনেক একরোখা বা আগ্রাসী হয়ে উঠতে পারে," বলছেন কাম্পোস-আরসেইয।
চীনের সংবাদমাধ্যমগুলো প্রতিদিন এই হাতির পাল কোথায় আছে - কী করছে তার খবর দিচ্ছে। সামাজিক মাধ্যমেও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এই হাতির পাল রীতিমত 'তারকা' ও 'হিট'।
তাদের এই অভিনব ও বিস্ময়কর যাত্রার আর একটা সুফল হয়েছে। সারাক্ষণ এই হাতির পাল খবরের কেন্দ্রে থাকায় এর ফলে দেশটিতে বিপন্ন হাতিদের দুর্দশা ও সমস্যা নিয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। চীনের মানুষে এখন হাতিদের প্রতি আরও সহমর্মী ও সহানুভূতিশীল হয়ে উঠেছে।
এই হাতির দলটির দিকে নজর রাখছে বিশ্বের মিডিয়াগুলোও- সারা বিশ্বে এই হাতিরা এখন একটা বড় আকর্ষণের বিষয়। এই হাতির দল তাদের সমস্যা ও দুর্দশার কাহিনি যেভাবে বিশ্বের নজরে এনেছে তাদের এই অভিনব পদযাত্রার মধ্যে দিয়ে তা সত্যিই নজিরবিহীন।
"এর মধ্যে দিয়ে সারা বিশ্বে হাতির সংরক্ষণের বিষয়টি অবশ্যই সামনে চলে আসবে সন্দেহ নেই," বলছেন লিসা অলিভিয়ের।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


 
দুর্নীতির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
দুর্নীতির অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে কোনো ...
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কবে থেকে কার্যকর?
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কবে থেকে কার্যকর?
হাতেগোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ ও অঞ্চলের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ...
৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের: রপ্তানি, বিনিয়োগ ও অর্থনীতি ক্ষতির মধ্যে পড়ার শঙ্কা
৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের: রপ্তানি, বিনিয়োগ ও অর্থনীতি ক্ষতির মধ্যে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ...
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: চুনতির জাঙ্গালিয়া এলেই চালকদের হচ্ছেটা কী?
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: চুনতির জাঙ্গালিয়া এলেই চালকদের হচ্ছেটা কী?
বন্দর নগরী চট্টগ্রাম থেকে সমুদ্রের শহর কক্সবাজার যাওয়ার পথে বিপজ্জনক এক এলাকা লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া। হরহামেশাই সেখানে ঘটছে দুর্ঘটনা, প্রাণ ...
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ...
একজন নোবেল বিজয়ীর পররাষ্ট্রনীতি ও বাংলাদেশ
একজন নোবেল বিজয়ীর পররাষ্ট্রনীতি ও বাংলাদেশ
এ কথা স্বীকার করতে হবে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যাই থাকুক, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। দেশের স্বার্থে যার সাথে ...
আধুনিক বিশ্বব্যবস্থায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার সংকট
আধুনিক বিশ্বব্যবস্থায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার সংকট
স্নায়ুযুদ্ধের সমাপ্তির আগে সামরিক শাসন ছিল বিশ্বরাজনীতিতে একটি অনিবার্য বাস্তবতা। স্নায়ুযুদ্ধোত্তর রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের প্রবণতা অনেকটা কমে গেলেও তা একেবারে ...
ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের কামড়ে সাংবাদিক পুত্রের মৃত্যু হয়েছে। এতে করে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি পাগলপ্রায়। জানা গেছে, ঠাকুরগাঁও সরকারপাড়ার বাসিন্দা স্বাধীনমত ...
শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ...
১০
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেপ্তার ৩
বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, গ্রেপ্তার ৩
রাজধানীর বনশ্রী এলাকায় এক নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ...
 
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
কুলাউড়াপৌর শ্রমিক দলের ইফতার মাহফিল
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার স্থানীয় একটি পার্টি সেন্টারে  এ ইফতার মাহফিল ...
দুদকের মামলা: যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
দুদকের মামলা: যুক্তরাষ্ট্রে নাসিমের ছেলের ১৪ অ্যাপার্টমেন্ট
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ২৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের ...
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
মোবাইল ব্যাংকিং: বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাত্ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে ...
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
রহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও মিলন সভা ২০২৫ অনুষ্ঠিত
শিকড়ের টানে শিকড়ে ফেরা প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানবিক উদ্যোগ রহিমা ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার হাবেলী গোপালপুরস্থ খান মঞ্জিলে অনুষ্ঠিত হয় ইফতার ...
বোয়ালখালীতে মাংস ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
বোয়ালখালীতে মাংস ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালীতে মাংসের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না রাখার দায়ে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ...
কালীগঞ্জে ৯৮'র ব্যাচের উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত
কালীগঞ্জে ৯৮'র ব্যাচের উদ্যোগে প্রীতি ফুটবল অনুষ্ঠিত
লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আবেগঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে ...
ঈদ কবে, জানা যাবে রোববার
ঈদ কবে, জানা যাবে রোববার
পবিত্র ঈদুল ফিতর সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা জানা যাবে আগামীকাল রোববার (৩০ মার্চ) সন্ধ্যায়। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ...
হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে
হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। জনপ্রিয় মেসেজিং অ্যাপে যোগ হতে চলেছে মোশন ফটো ফিচার।অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার ...
ইয়েস গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইয়েস গ্রুপের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগরীর জিন্দাবাজারে ইয়েস গ্রুপের আয়োজনে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় আর.বি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ...
১০
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন: যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা
মিয়ানমারের গৃহযুদ্ধে জোরপূর্বক যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের। সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী উভয় পক্ষই রোহিঙ্গা যুবকদের সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে ...
সম্পাদক ও প্রকাশক: ইউসুফ আহমেদ (তুহিন)
প্রকাশক কর্তৃক ৭৯/বি, ব্লক বি, এভিনিউ ১, সেকশান ১২, মিরপুর, ঢাকা ১২১৬ থেকে প্রকাশিত ও ৫২ টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১১০০ থেকে মুদ্রিত
বার্তাকক্ষ : +৮৮০১৯১৫৭৮৪২৬৪, ই-মেইল editor@natun-barta.com, Web : www.Natun-Barta.com.com