![]() পাঁচ প্রজন্ম দেখা নানি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() মাত্র ৮৬ বছরেই ষষ্ঠ প্রজন্মের দেখা পাওয়ার পেছনের কারণ হলো- মারির উত্তরসূরিদের প্রত্যেকেই ১৮ বছর বা তার আগেই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। এমনকি এই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য নাইলার মা টনি লেইয়ের বয়স এখন ১৭ বছর। মারিই এই পরিবারের প্রধান। তার জন্ম ১৯৩৫ সালে। তিনিও তার প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন ১৭ বছর বয়সে। আট মেয়ের মা মারি। তাদের মধ্যে সবার বড় রোজ থরবার্নের বয়স এখন ৬৮ বছর। রোজের চার সন্তান। তাদের মধ্যে সবার বড় চেরিলের বয়স এখন ৫০ বছর। চেরিল মা হয়েছিলেন মাত্র ১৫ বছর বয়সে। ১৯৮৬ সালে তার কন্যা ক্যারির জন্ম হয়। ক্যারি এখন ৩৫ বছর বয়সী। তবে এরই মধ্যে চার সন্তানের মা তিনি। নতুন মা টোনি লেই এইটকেন ক্যারিরই বড় মেয়ে। এডিনবরায় কাছাকাছি বাড়ি প্রত্যেকের। বিশাল পরিবারটির সদস্যদের সাক্ষাৎ তাই মাঝেমধ্যেই হয়। |