/ সারাদেশ / পুলিশের ধাওয়ায় ইতালি প্রবাসীর মৃত্যুর অভিযোগ
পুলিশের ধাওয়ায় ইতালি প্রবাসীর মৃত্যুর অভিযোগ
নতুন বার্তা, শরীয়তপুর:
|
শরীয়তপুরের নড়িয়ায় পুলিশের ধাওয়ায় ইতালি প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম চাঁন মিয়া হাওলাদার (৪০)। তিনি উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত ফয়জুল হক হাওলাদারের ছেলে। অভিযোগ রয়েছে, ডিঙ্গামানিক ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত ফয়জুল হক হাওলাদারের ছেলে চাঁন মিয়া হাওলাদার ২০১২ সালে ইতালিতে পাড়ি জমান। দুই মাস আগে দেশে আসেন। গত ১৮ মার্চ নড়িয়া বাজারে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে শত্রুতার জেরে নড়িয়ার নলতা ও চাকধ গ্রামের তুহিন পেদা ও রুবেল পেদাসহ অজ্ঞাত ২০-২৫ জন হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন তাকে। এ সময় তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। পরে তিনি চিকিৎসাধীন ছিলেন। আরও অভিযোগ আছে, সোমবার (২১ মার্চ) ঘড়িসার গরুর হাট মসজিদের সামনে তুহিন ও রুবেলসহ অজ্ঞাত কয়েকজন আবার চাঁন মিয়াকে মারধর করেন। এরপর তারা নড়িয়া থানায় চাঁন মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগও করেন। অভিযোগকারীদের সঙ্গে নিয়ে এসআই ইকবাল ও কনস্টেবল মিজান আজ (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চাঁন মিয়া হাওলাদারের বাড়িতে যান। তখন তিনি বাড়ির ব্যালকনিতে বসা ছিলেন। পুলিশ দেখে ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকেন তিনি। তখন মামলার বাদীসহ দুই পুলিশ তাকে ধরার জন্য ধাওয়া দেন। কিছুক্ষণ পরে স্বজনরা জানতে পারেন এক কিলোমিটার দূরে বিলে পড়ে আছেন তিনি। স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চাঁন মিয়ার বোন রোকসানা আক্তার দাবি করেন, ‘পুলিশ এসে আমার ভাইয়ের বুকে ঘুসি মারতে থাকে। তখন ভাই দৌড় দিলে পুলিশ ধাওয়া করে। এতে আমার ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ ও রুবেল, তুহিনরা আমার ভাইকে মেরে ফেললো। আমরা ভাইয়ের খুনিদের বিচার চাই।’ স্ত্রী পায়েল বেগম বলেন, ‘আমার স্বামীকে হত্যা করেছে রুবেল পেদা ও তুহিন পেদা। আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।’ নড়িয়া থানার ওসি অবনী শংকর বলেন, ‘তুহিন অথবা রুবেলের স্ত্রী চাঁন মিয়ার নামে একটি জিডি করেন। এর পরিপ্রেক্ষিতে আজ তদন্তের জন্য বিবাদীর বাড়িতে পুলিশ পাঠাই। পরে ঘটনা কী হয়েছে, তদন্ত সাপেক্ষে জানা যাবে।’ শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, ‘নড়িয়ায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে জেনেছি। ময়নাতদন্ত রিপোর্ট এলে সঠিক তথ্য জানা যাবে।’ |