![]() আন্তর্জাতিক পর্যটন মেলা থিফ গার্ড পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি
নতুন বার্তা, ঢাকা:
|
![]() উল্লেখ্য, চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পাওয়ার জন্য অত্যাধুনিক সুরক্ষা ফিচার সমৃদ্ধ এই এ্যাপটি ইতোমধ্যেই দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এই মোবাইল অ্যাপে রয়েছে ফ্যামিলি প্রোটেকশন, পকেট থেফট, ইন্ট্রুডার সেলফির মতো আন্তর্জাতিক মানসম্পন্ন সুরক্ষা সেবা। সূত্র: প্রেস রিলিজ |