/ সারাদেশ / রাঙ্গামাটি হতে ১১ কেজি গাঁজা এবং ৮২ লিটার চোলাইমদ উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক
রাঙ্গামাটি হতে ১১ কেজি গাঁজা এবং ৮২ লিটার চোলাইমদ উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক
নতুন বার্তা, রাঙ্গামাটি:
|
রাঙ্গামাটি হতে ১১ কেজি গাঁজা এবং ৮২ লিটার চোলাইমদ উদ্ধারসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন ফিশারী ঘাট এলাকার চট্টগ্রাম টু রাঙ্গামাটি সড়কের পাকা রাস্তার পাশে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ এপ্রিল ২০২২ ইং তারিখ ১৪৫৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী কমল বিকাশ চাকমা (৪৮), পিতা-নীল মোহন চাকমা, সাং-পূর্ব বিহারপুর, থানা- কোতয়ালী, রাঙ্গামাটি পাবর্ত্য জেলাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দখল হতে ১১ কেজি গাঁজা ও ৮২ লিটার চোলাই মদ উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ধৃত আসামী কৌশলে সকলের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে গাঁজা ও মদ বিক্রি করে এলাকার বিভিন্ন পেশার লোকজনদের মাদকাসক্ত করছে বলে নিজ মূখে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি |