/ সারাদেশ / নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন
নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন
মোঃ সালমান হোসাইন, নাটোর:
|
নাটােরের গুরুদাসপুরে যৌতুকের জন্য রওশনারা আক্তার রুমা নামের এক গৃহবধুকে মারপিট করে হাসপাতালে পাঠানাের অভিযােগ উঠেছে স্বামী, শ্বশুড় ও শ্বাশুড়ীর বিরুদ্ধে। গত ৬ এপ্রিল শুক্রবার ঘটনাটি ঘটেছে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-গড়িলা গ্রামে। এ ঘটনায় আহত গৃহবধুর বাবা আব্দুল রউফ বাদি হয়ে গুরুদাসপুর থানায় অভিযােগ দায়ের করেছেন।
গৃহবধু রুমার বাবা আব্দুল রউফ বলেন, প্রায় ১০ বছর পূর্বে বৃ-গড়িলা এলাকার মােজাম্মেল হকের ছেলে সলিম মালিকের সাথে তার মেয়ের বিবাহ দিয়েছিলেন। বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর যৌতুকের জন্য তার মেয়ে রুমাকে শ্বশুড় বাড়ির সবাই মিলে শারীরিক ও মানষিক নির্যাতন করতে থাকে। মেয়ের সুখের কথা ভেবে যৌতুক হিসাবে ৪ লাখ টাকাসহ আসবাবপত্র প্রদান করেন তিনি। কিন্তু তারপরও অন্যের কু-প্ররােচনায় পুনরায় যৌতুক দাবি করতে থাকে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় তার মেয়ে রুমাকে মারধর করে বিভিন্ন সময়। এ নিয়ে একাধিকবার শালিশ হলেও নির্যাতন বন্ধ হয়নি। তার মেয়ের এক ছেলে এক মেয়ে থাকায় নির্যাতন সহ্য করেই সংসার করে আসছেন। পরে গত শুক্রবার তার মেয়ে রুমার কাছে যৌতুক হিসাবে ৫ লাখ টাকা দাবি করে স্বামী সলিম মালিক। সেই টাকা দিতে অস্বিকার করায় স্বামী, শশুড় ও শাশুড়ি মিলে ব্যাপক মারপিট শুরু করে। তার মেয়ের ডাক চিৎকারে প্রতিবশিরা এগিয়ে এসে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে প্রেরণ করেন। বর্তমানে রুমা চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মােঃ আব্দুল মতিন জানান, বিষয়টি তদন্তাধীন। |