![]() সকল ভেদাভেদ ভুলে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে- আলাউদ্দিন মৃধা
নাটোর প্রতিনিধি:
|
![]() শুক্রবার (২০ মে) সকাল ১০ ঘটিকার সময় পৌর সদরের চাচঁকৈড় শিক্ষা সংঘ অডিটোরিয়ামে উপজেলা জাপার আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে ও পৌর জাপার আহ্বায়ক মজিবর রহমান মজনুর পরিচালনায় ওই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন নাটোর জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, রেজাউল করিম রেজা, শেখ সাইফুল ইসলাম, নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক মোঃ সালমান হোসাইন প্রমূখ। এসময় নাটোর জেলা জাপার বিভিন্ন উপজেলা পযার্য়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা জাপার সভাপতি মোঃ আব্দুস সামাদকে ও সাধারন সম্পাদক হিসাবে মাওলানা মোশাররফ হোসেনের নাম ঘোষনা করা হয় এবং পৌর জাতীয় পার্টির সভাপতি হিসাবে মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক হিসাবে নাদিম পারভেজ অপু'র নাম ঘোষণা করে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি জেলা জাতীয় পার্টি কার্যালয়ে জমা দানের নির্দেশ প্রদান করা হয়েছে। |