/ সারাদেশ / লাখাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে করাব ইউনিয়ন চ্যাম্পিয়ন
লাখাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে করাব ইউনিয়ন চ্যাম্পিয়ন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
|
লাখাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে করাব ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার (২০ মে) লাখাইয়ের শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মশাদিয়ায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ বিনোদনের নিশ্চয়তা দেয়। তিনি সুন্দর আয়োজনের জন্য সরকার এবং স্থানীয় আয়োজক হিসেবে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ ক্রীড়ামোদী দর্শকবৃন্দ। ফাইনালে করাব ইউনিয়ন ও বুল্লা ইউনিয়নের মধ্যকার খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে করাব ইউনিয়ন বুল্লা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাখাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন। |