/ সারাদেশ / বাড়ি থেকে পালিয়ে তরুণ-তরুণীর বিষপানে ‘আত্মহত্যা’
বাড়ি থেকে পালিয়ে তরুণ-তরুণীর বিষপানে ‘আত্মহত্যা’
নতুন বার্তা, কুষ্টিয়া:
|
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নে বাড়ি থেকে পালিয়ে খালার বাড়িতে এসে বিষপানে সাগর ইসলাম ( ১৭ ) ও বর্ষা খাতুন (১৬) নামে দুই তরুণ-তরুণী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা।
দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের এই সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি স্বজনদের। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঝাউদিয়ায় ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাগর ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন মির্জাপুর ইউনিয়নের শাহীন বিশ্বাসের ছেলে এবং বর্ষা খাতুন দশম শ্রেণীর শিক্ষার্থী। পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের হালিম মন্ডলে মেয়ে তিনি। সাগর ইসলাম কৃষি কাজ করতেন বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, কাউকে কোন কিছু না জানিয়ে মঙ্গলবার ছেলে-মেয়ে দুজন পালিয়ে ঝাউদিয়ায় এক আত্মীয়ের বাড়িতে ওঠে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার দুপুরে দুজনের বিষপানে আত্মহত্যা করার সংবাদ পাওয়া যায়। ঝাউদিয়া পুলিশ ক্যাম্পের এসআই কোবির হোসেন ও এএসআই অনুপম জানান, দুজনের আত্মহত্যার খবর পেয়ে দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জাহিদ জানান, বৈদ্যনাথপুর গ্রামে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একটি ঘর থেকে দুই তরুণ-তরুণীর লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ও তা মেনে না নেওয়ায় তারা বিষপানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। |