![]() ‘লেখক সম্মাননা-২০২২’ পেলেন রেজাউর রহমান রিজভী
নতুন বার্তা, ঢাকা:
|
![]() উল্লেখ্য, দোয়েল প্রকাশনী থেকে ২০১৮ সালে রিজভীর লেখা ‘আরেক বসন্তে’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয়। এটি ছাড়াও রিজভীর লেখা অন্যান্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- কবিতা: ‘যে শহরে প্রেমে নেই’ (জলকথা প্রকাশনী), নাটক: ‘শেষ অধ্যায়’ (দেশ প্রকাশনী), নাটক: ‘তিনটি টেলিভিশন নাটক’ (দোয়েল প্রকাশনী), গল্প: ‘ ভালোবেসে চলে যেতে নেই’ (দোয়েল প্রকাশনী), গীতিকবিতা: ‘আমার গানের খাতা’ (দোয়েল প্রকাশনী), কবিতা: ‘ভালোবাসার অবাক চোখ’ (আলোকবর্তিকা প্রকাশনী) প্রভৃতি। |