/ সারাদেশ / ছাত্রলীগের ইফতারে হামলা, ওসিসহ আহত ৫
ছাত্রলীগের ইফতারে হামলা, ওসিসহ আহত ৫
নতুন বার্তা, মঠবাড়িয়া (পিরোজপুর):
|
মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে প্রতিপক্ষ গ্রুপ হামলা চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ হামলায় পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি আসলাম উদ্দিন ও ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম মুন্না, শুভ, শাওন ও রাব্বি নামে ৪ ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
এ ঘটনায় মঠবাড়িয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পৌর শহরে থানা পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব টহলে রয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও হামলায় জড়িত সন্ত্রাসীদের বিচার দাবি করে পৌর শহরের ব্যাংকপাড়া দলীয় কার্যালয় ২৯ মার্চ বুধবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ। এ সময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু ইউসুফ রায়হান লিখিত বক্তব্যে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সমর্থিত একটি গ্রুপ ছাত্রলীগের “মাসব্যাপী শ্রমজীবী, দুস্থদের মাঝে ইফতার বিতরণ” কর্মসূচিতে হামলা চালায়। তারা শান্ত মঠবাড়িয়াকে বারবার অশান্ত করে আসছে। সংবাদ সম্মেলন শেষে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আহত শাওন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন। তবে মামলার তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি। পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। তারা হলো- উপজেলার উত্তর বাদুরা গ্রামের মো. সিহাব হাওলাদারের ছেলে রেদওয়ান (২০), পাঠাকাটা গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন (২০), ভাইজোড়া গ্রামের সিদ্দিক গাজীর ছেলে রফিকুল ইসলাম (৩০), পশুরিয়া গ্রামের আবু হানিফ মাঝির ছেলে আল আমিন (২৫)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান আকাশ ও পৌর ছাত্রলীগের আহবায়ক আহত নাজমুল ইসলাম মুন্না, যুগ্ম আহবায়ক আহত শাওনসহ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী। মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ইফতার বিতরণের হামলার ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। অপরদিকে ডিবি ওসি আসলাম উদ্দিনের ওপর হামলার ঘটনায় ডিবি এসআই জ্যোতির্ময় বাদী হয়ে ১২ জন নামীয় ও অজ্ঞাত ৩০ জন আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত ৪ আসামিকে ২৯ মার্চ বুধবার বিকালে আদালতে পাঠানো হয়। |