/ সারাদেশ / মানিকগঞ্জে প্রকাশ্য দিবালোকে শিক্ষককে কুপিয়ে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারীসহ আটক ৩
মানিকগঞ্জে প্রকাশ্য দিবালোকে শিক্ষককে কুপিয়ে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারীসহ আটক ৩
নতুন বার্তা, মানিকগঞ্জ:
|
মানিকগঞ্জ জেলার চাঞ্চল্যকর ও প্রকাশ্য দিবালোকে শিক্ষককে কুপিয়ে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারীসহ প্রধান ৩ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-০৪। আটককৃতরা হলো, ফজলুর রহমান (৫৫), সজীব মিয়া (২৮) ও উজ্জ্বল (২৭)।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, মানিকগঞ্জ জেলার সদর থানাধীন লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জামাল উদ্দিন'কে গুরুতর আঘাত করে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী মোঃ ফজলুর রহমান(৫৫)-সহ প্রধান ০৩ আসামী এবং অন্যান্য এজাহার নামীয় আসামীদের বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা রয়েছে। গত মঙ্গলবার (৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ জেলা শহরের বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে বেতিলা-বালিরটেক সড়কের হিজলাইন এলাকার এনবিসি ইটভাটার সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার জামাল উদ্দিন মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও লেমুবাড়ী উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। মোঃ জামালউদ্দিন মাস্টার তার মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির ভাড়া বাসা হতে লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উক্ত শিক্ষককে অতর্কিতভাবে হামলা করে এবং তার মাথা লক্ষ্য করে রামদা দিয়ে এলোপাথাড়িভাবে কোপ মারলে পায়ের গোড়ালিতে রগ কাটাসহ উক্ত শিক্ষক মোঃ জামাল উদ্দিন শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে জখমপ্রাপ্ত হন। আহত শিক্ষক মোঃ জামাল উদ্দিন এর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় আহত শিক্ষক মোঃ জামাল উদ্দিনকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার উক্ত শিক্ষকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণের সুপারিশ করেন। উক্ত ঘটনায় ভিকটিম শিক্ষক মোঃ জামাল উদ্দিন এর স্ত্রী আশা আক্তার (৩১) বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য গ্রেফতারকৃত আসামীদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব-০৪। |