![]() প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তালতলীতে আনন্দ মিছিল
তালতলী(বরগুনা)প্রতিনিধি:
|
![]() বুধবার(১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে তালতলী শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই শোভাযাত্রার মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তনে আনন্দ মিছিল বের করা হয়। পরে আওয়ামীলীগ অফিসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। সেই থেকে এই দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা তারেকুজ্জামান তারেক ও ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের নেতেৃতে আলাদা-আলাদা ভাবে আনন্দ মিছিল বের করেন। পরে ভূমি অফিসের সামনে এসে মিলিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। এরপরে আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম হাওলাদার, পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক হাওলাদার, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়া, জেলা যুবলীগের ধর্ম বিষায়ক সম্পাদক ইমতিয়াজ ইমন নয়ন, যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, যুগ্ন- আহবায়ক শামিম পাটোয়ারী, সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা তারেকুজ্জামান তারেক, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান টুকু, বড়বগী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুনসুর আলী জোমাদ্দার, ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন,সাধারন সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তপু প্রমূখ। |