![]() সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ সিএফবি’র
নতুন বার্তা, ঢাকা:
|
![]() সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ২৪.কমের জামালপুর জেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি জেলার বকশীগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন ও ৭১ টিভির প্রতিনিধি। বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ সিএফবির নেতারা বিবৃতিতে বলেন, প্রায় এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারসহ অধিকাংশ সাংবাদিক হত্যার বিচার সম্পন্ন হয়নি। ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় খুনি-সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। সিএফবি নাদিমসহ সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। |