/ সারাদেশ / আষাঢ়ের শুরুতেই বাড়ছে নদীর পানি, চোখ রাঙাচ্ছে বন্যা
আষাঢ়ের শুরুতেই বাড়ছে নদীর পানি, চোখ রাঙাচ্ছে বন্যা
নতুন বার্তা, কুড়িগ্রাম:
|
সবেমাত্র শুরু হলো আষাঢ়। আর বর্ষা মৌসুমের প্রথম মাসেই শুরুতেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে ঝরতে শুরু করেছে। গত কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বাড়তে শুরু করেছে। বৃষ্টির বদৌলতে অসহনীয় গরম থেকে আপাতত মুক্তি মিললেও কুড়িগ্রামের নদ-নদী অববাহিকায় বন্যার ধ্বনি শোনা যাচ্ছে। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, জেলার প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও আপাতত বন্যার পূর্বাভাস নেই।
পাউবো নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি সমতলে বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময়ে ধরলার পানি কুড়িগ্রাম শহরের সেতু পয়েন্টে ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ৬৪ ও চিলমারী পয়েন্টে ৫৩ সেন্টিমিটার বেড়েছে। দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বেড়েছে ৮৭ সেন্টিমিটার। বাড়ছে তিস্তার পানিও। শুক্রবার (১৬ জুন) দুপুরে জেলা শহরের ধরলা ব্রিজের কাছে গিয়ে দেখা গেছে, এ নদীর পানি গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। তবে এখনও এর মাঝে চর জেগে আছে। ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির চিত্র একই বলে চরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে এসব নদ-নদীতে পানি প্রবাহের গতি বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকার নিচু জমি ও পুকুর-ডোবায় বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এই নদীগুলো পানি সমতলে বৃদ্ধি পেতে পারে। তিস্তার পানি লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে কুড়িগ্রামে আপাতত বিপৎসীমা অতিক্রমের পূর্বাভাস নেই। ফলে জেলায় আপাতত বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাসও নেই। |