![]() শরীয়তপুরে জামিনের আসামিকে নির্যাতন: ওসির পর এবার অতিরিক্ত পুলিশ সুপার সাসপেন্ড
নতুন বার্তা, শরীয়তপুর:
|
![]() জামিনে থাকা আসামি ধরে এনে নির্যাতন ও টাকা দাবির অভিযোগের সত্যতা পাওয়ায় শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত (সাসডেন্ড) করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই ঘটনায় এর আগে সাময়িক বরখাস্ত করা হয় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান ও পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদকে। প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সরকারি চাকরি আইন ১০২৮-এর ৩৯ (১০) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ (১০) অনুযায়ী অভিযুক্ত রাসেল মনিরকে সাময়িক বরখাস্ত করা সমীচীন বিবেচিত। জনস্বার্থে এ আদেশ দ্রুত কার্যকর করা হবে। প্রসঙ্গ, উচ্চ আদালতের আদেশে জামিনে থাকা আসামিদের ২৯ মে আটক করে নির্যাতন ও তাদের স্বজনদের কাছে ৭২ লাখ টাকা দাবির অভিযোগ ওঠে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মেস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। আদালতে হাজির করা হলে আসামিদের ওপর নির্যাতনের বিষয়টি আদালতকে অবহিত করেন তাদের আইনজীবী। ওইদিন শরীয়তপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দেয়ার নির্দেশ দেয় আদালত। মেডিক্যাল প্রতিবেদনে আটক চারজনের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও নিজেদের ওপর নির্যাতন ও ৭২ লাখ টাকার চেক হাতিয়ে নেয়ার বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তা নজরে আসে কর্তৃপক্ষের। পুলিশের করা তদন্ত কমিটির তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। |