![]() নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
নতুন বার্তা, ঢাকা:
|
![]() বুধবার (৫ জুলাই) রাজধানীর মিরপুরের বাউনিয়াবাধ এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিএনসি’র সিইও আহমেদ নিটুল, আরোগ্যের ম্যানেজার সুমন আহমেদ, ছাত্রলীগ মহানগর উত্তরের সাবেক সহ সভাপতি কামাল উজ্জ্বল। কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ছাত্রলীগের পল্লবী থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ খান। ![]() আরোগ্যের প্রতিনিধি সুমন আহমেদ বলেন, আমরা সবসময় অনলাইনে ২৪ ঘন্টা গ্রাহক সেবা দিতে প্রস্তুত। যারা সামাজিক ট্যাবু হিসেবে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে অস্বস্তি বোধ করেন, তারা কোন সংকোচ ছাড়া আরোগ্যতে অর্ডার দিতে পারেন। আমাদের প্রথম অর্ডারে কোন ডেলিভারী চার্জ নেই। এছাড়া ১ হাজার টাকা সমপরিমাণ ঔষধ ক্রয়ে ডেলিভারী চার্জ সবসময়ই ফ্রি। আরোগ্য গ্রাহকদের জন্য ঔষধ এবং মেডিসিন সামগ্রি ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে থাকে। কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রসঙ্গে মো. সবুজ খান বলেন, যে কোন ভাল উদ্যোগের সাথে আমি রয়েছি। তাই এমন একটি প্রোগ্রাম সফল করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। সেই সাথে সমাজের জন্য কিছু করতে পারার তৃপ্তিটুকুও রয়েছে। |